এম এ রাজা : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক হবিগঞ্জের নকল কসমেটিক্স এর পাইকারি দোকানে অভিযান চালানো হয়।
আজ ১৫ই জুলাই রোজ বুধবার এক অভিযানে নকল হ্যান্ড সেনিটাইজার, আমদানিকারকের সীল বিহীন ও নকল কসমেটিক্স ও মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স বিক্রির জন্য বানিজ্যিক এলাকার আল মদিনা স্টোর কে ৩০ হাজার, নূরে মদিনা স্টোর কে ২৫ হাজার এবং চৌধূরী বাজারের মসজিদ মার্কেটের কাশেম স্টোর কে ২০ হাজার ও বাপ্পী স্টোর কে ৫ হাজার সহ মোট ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার আইন।
অভিযানে নেতৃত্বদেন সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা।
অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এসময় বলেন আমাদের অভিযান আগামীতেও চলমান থাকবে।