ভেঙ্গে ফেলা হচ্ছে সুতাং ব্রীজ : বিকল্প রাস্তাটি মজবুত করার দাবি এলাকাবাসীর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 March 2020
আজকের সর্বশেষ সবখবর

ভেঙ্গে ফেলা হচ্ছে সুতাং ব্রীজ : বিকল্প রাস্তাটি মজবুত করার দাবি এলাকাবাসীর

Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ   শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্গত সুতাং নদীর উপর ব্রীজটি দীর্ঘদিন যাবতই ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে।শেষ ২-৩ বছর ধরে ব্রীজ দিয়ে কেবল মাত্র হালকা যানবাহন চলাচল করছে। সেজন্য নতুন করে ব্রীজটি ভেঙ্গে নির্মাণ করার জন্য কাজ চলছে। এদিকে ব্রীজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করার উদ্দেশে সাধারণ মানুষের চলাচলের জন্য নদীর উপর দিয়ে বিকল্প একটি রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ। সুতাং এই ব্রীজটি দিয়ে হাজারো মানুষসহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। বাজারের ভিতর দিয়ে শায়েস্তাগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সুতাং ব্রীজ।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, সুতাং নদীর উপর দিয়ে সুতাং হয়ে বাছিরগঞ্জ বাজার তথা, শায়েস্তাগঞ্জে যাওয়ার জন্য হালকা বাশ দিয়ে কিছু মাটি ফেলে একটি রাস্তা করে দেয়া হয়েছে, যেটি দিয়ে একটি মোটর বাইক ও আসা যাওয়া করা সম্ভব না। আসছে বর্ষার মৌসুম, বর্ষায় সুতাং নদী পানিতে টইটুম্বুর হয়ে থাকে, বর্ষার আগেই এই রাস্তাটি নদীতেই তলিয়ে যাবে, বলে জনমনে নানা রকম ক্ষোভের সৃষ্টি দেখা দিয়েছে। এই রাস্তার উপর ভিত্তি করেই এদিকে সুতাং নদীর মুল ব্রীজটি ভাঙ্গার কাজ ও ক্রমশ এগিয়ে চলছে। বিকল্প একটি মজবুত রাস্তা নির্মাণ না করে দীর্ঘ মেয়াদী এই ব্রীজের নির্মাণ কাজ শুরু করা হলে এলাকাবাসীকে পোহাতে হবে হাজারো দুর্ভোগ। তাই এলাকার সচেতনমহল একটি মজবুত রাস্তা নির্মাণ করে সুতাং নদীর ব্রীজটির নির্মাণ কাজ শুরু করার জন্য উর্ধতনমহলের সুদৃষ্টি কামনা করছেন।