ভূয়া জখম দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়া বরখাস্ত স্বাস্থ্যকর্মী আব্দুর রশিদ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 15 May 2022
আজকের সর্বশেষ সবখবর

ভূয়া জখম দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়া বরখাস্ত স্বাস্থ্যকর্মী আব্দুর রশিদ

Link Copied!

চুরি ও লুটপাটের ঘটনায় চাকুরী থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর এবার প্রতিপক্ষকে ভূয়া জখমের মাধ্যমে মামলার হুমকি দিয়ে আসছে স্বাস্থ্যকর্মী আব্দুর রশিদ ও তার সহযোগীরা।

রবিবার(১৫ মে) হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র আব্দুল হাই (৭০) ও হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ বিরোধের জেরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা চলে আসছে। গত কিছুদিন আগে একটি মামলায় আব্দুল হাইয়ে পুত্র আব্দুর রশিদের বিরুদ্ধে বিচার গঠন হওয়ায় আদালত তাকে চাকুরী থেকে সাময়িক বহিস্কারের নির্দেশ প্রদান করেন।

এতে সে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে ভূয়া জখম দিয়ে মামলায় জড়ানোর পায়তারা করছে বলে জানা গেছে।

নাম প্রকাশ্য অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, আব্দুর রশিদের ভাতিজা ওই সময়ে লিচু গাছে লিচুু পাড়তে উঠেছিল। পা পিছলে গাছের নিচে রাখা টিনের মাধ্যমে বুকের অংশ কেটে যায়। যা স্থানীয় অনেকেই দেখেছেন।

বিষয়টিকে মামলায় রুপান্তরিত করতে নানা ভাবে ফন্দি করে আসছে সে।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।