ভুয়া কাবিননামায় স্ত্রী সেজে হয়রানির ঘটনায় সুলতানা বেগম (২১) নামে এক তরুণী ও তার পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুলাল মিয়া নামে এক ভুক্তভোগী।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয় (মামলা নং সিআর ৬১২/২৩)। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত তরুণী মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের আরজ আলীর কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভাইরাল ওই তরুণী।
মামলা সুত্রে জানা যায়, পারিবারিক কলহের ঘটনার তদবীর করতে গিয়ে ভুক্তভোগী দুলাল মিয়ার কাছ থেকে দুইশত টাকা মুল্যের দুইটি স্ট্যাম্প নেন হবিগঞ্জ আদালতের মহরী ও অভিযুক্ত তরুণীর পিতা আরাজ আলী।
পরে ওই দুইশত মুল্যের স্টাম্পগুলোর মামলার কাজে ব্যবহার না করে প্রতারণার মাধ্যমে ১০ লাখ হলফনামামূলে বিয়ের কাগজ ও নিকাহনামা তৈরি করেন মহরী আরাজ আলী। এ ঘটনায় মামলার ভয় দেখিয়ে দুলাল মিয়ার কাছে ১০ লাখ টাকা দাবী করেন তারা।
ভুক্তভোগী দুলাল মিয়া দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, পারিবারিক দুর্বলতার সুযোগ নিয়ে ইতোমধ্যে ৮/১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আরাজ আলী।
এখন ভুয়া কাবিনের মাধ্যমে মামলা দায়ের করে আরও ১০ লাখ টাকা চাইছেন আরাজ আলী। দুলাল মিয়া বিবাহিত তার সন্তানাদি রয়েছে সন্তান সমতুল্য সুলতানাকে তার বিয়ের প্রশ্নই উঠে না। ঘটনার সুষ্ঠ প্রতিকার পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
অভিযুক্ত সুলতানা জানান, তিনি বিবাহিত, দুলাল মিয়া তার স্বামী। দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তাদের। ৪২ বছর বছর বয়সী একজন বিবাহিত ব্যক্তির সাথে কলেজ পড়ুয়া মেয়ের কিভাবে সম্পর্ক হয় এমন প্রশ্নের জবাবে তথ্য এড়িয়ে যান তিনি।
এদিকে, আদালতের আদেশের পর অভিযুক্ত কাজীর নিকাহ রেজিস্টার জব্দ করেছে ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টীম।
এঘটনায় পৃথক আরেকটি মামলার ২০ লাখ টাকা দাবীর ভিডিও রেকর্ড ও যাবতীয় তথ্য দৈনিক আমার হবিগঞ্জের হাতে সংরক্ষিত আছে।
অন্য আরেকটি সুত্র জানায়, ভুয়া কাবিননামা তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে মামলা দায়ের করার পর আপোষ বাণিজ্যসহ নানাভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।