ভারি বর্ষনে ভেঙ্গে যাচ্ছে বানিয়াচং আজমিরীগঞ্জ এর শরীফ উদ্দিন সড়ক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 June 2020
আজকের সর্বশেষ সবখবর

ভারি বর্ষনে ভেঙ্গে যাচ্ছে বানিয়াচং আজমিরীগঞ্জ এর শরীফ উদ্দিন সড়ক

Link Copied!

শিশির,বানিয়াচং প্রতিনিধি:  বৃষ্টির ভারি বর্ষনে ভেঙ্গে যাচ্ছে বানিয়াচং আজমিরীগঞ্জ এর প্রধান মহাসড়ক  এমপি শরীফ উদ্দিন রোড। ধীরে ধীরে ভেঙ্গে চোঁচির হয়ে যাচ্ছে এই মহাসড়কটি। নেই কোনো সংস্কারের উদ্যোগ। যদিও বানিয়াচং আজমিরীগঞ্জ এর প্রধান মহাসড়ক শরীফ উদ্দিন রোড। এর কথা মনে হলে যেন কাহিনী মনে পড়ে যায়। কারন বানিয়াচং আজমিরীগঞ্জ ২ আসনের সাবেক  সংসদ সদস্য ছিলেন শরিফ উদ্দিন স্যার। তিনি বানিয়াচং থেকে আজমিরিগঞ্জ পর্যন্ত একটি আবুরা রাস্তা করবেন বলে পরিকল্পনা নেন। কিন্তু তিনি সেটা পুরন করতে পারেন নি।

 

যদিও বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাস্তাটি নির্মাণ এর উদ্যোগ নিয়েছেন। কিন্তু এটা যেন খোলা আকাশের নিচে ফুটবল খেলার মাঠের মত। যে রাস্তার কাজ শুরু হয়েছে, ওই দিকে ভেঙ্গে গেছে । যেন রাস্তা নির্মান নামে খেলা হচ্ছে। কারন দীর্ঘ প্রায় ১০ বছর আগে থেকে এই এমপি শরীফ উদ্দিন রোডটি নির্মাণ এর পরিকল্পনা করলে ও হয়নি এখন ও সম্পুর্ন মেরামত।  বানিয়াচং এর স্হানীয় জনসাধারণ এর অভিযোগ এই রাস্তাটি নিয়ে যেভাবে কাজ শুরু হয়েছে তা আগামী আরও ১০ বছরে নির্মাণ কাজ শেষ হবে কী না সন্দেহ আছে।

এ প্রসঙ্গে বানিয়াচং আজমিরীগঞ্জ এই শরীফ উদ্দিন সড়কে কথা হয় এক সিএনজি চালকের সাথে। তিনি আমার হবিগঞ্জ কে বলেন  , এই বানিয়াচং আজমিরীগঞ্জ মহাসড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। তিনি আরও বলেন একটু জায়গা পিচ থাকলে ও বাকি সব জায়গা মাটি। আর মাটির রাস্তা বৃষ্টিতে যাচ্ছে ভেঙ্গে  । এতে ঝুঁকিতে চলাফেরা করছেন সাধারণ জনগন।  আজমীরিগঞ্জ এর মিশুক চালকের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন বানিয়াচং আজমিরীগঞ্জ এর মহাসড়কটি অনেক দিন যাবত এভাবে পড়ে আছে, এবং তারা একদিকে নির্মাণ করলে অন্যদিক ভেঙ্গে যায়।

তিনি আরও বলেন এখন বৃষ্টির সময়, আর এই সময়ে এই সড়কটির বিভিন্ন দিকে ভেঙ্গে যাচ্ছে, এতে দুর্ভোগে পরেছেন এলাকার সাধারণ জনগন। তিনি আরও বলেন এই মহাসড়কে ছোট বড় প্রায় ১২টি ব্রিজ রয়েছে, কিন্তু নেই একটি ব্রিজের গুড়াতে মজবুত ভাবে রাস্তা নির্মাণ। অল্প বৃষ্টি হলেই তা ভেঙ্গে যায়। তাই তিনি বানিয়াচং আজমিরীগঞ্জ এর মানুষ অতি দ্রুত এই রাস্তাটি মেরামত এবং ভাঙ্গা জায়গা মজবুত করে মেরামতের দাবি জানান।