ভারত থেকে আসছে ২০০ মেট্রিক টন অক্সিজেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 July 2021
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে আসছে ২০০ মেট্রিক টন অক্সিজেন

Link Copied!

স্টাফ রিপোর্টার : ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে আসছে। ট্রেনযোগে বেনাপোল দিয়ে অক্সিজেনের কন্টেইনারগুলো বাংলাদেশে প্রবেশ করবে।

এরমধ্যে দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কন্টেইনারে ২০০ এমটি তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহণ করবে।

এদিকে, সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন করা হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহণের চাহিদা জানায়। এরপরই মূলত এই চালানটি বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।

এই চালানটির মাধ্যমে বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

 

 

 

প্রসঙ্গত, ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০২১ সালের এ পর্যন্ত, ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।

এর আগে ঈদুল আজহার দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। ১১টি ট্যাংকারে করে এই অক্সিজেন আসে। অক্সিজেন আমদানি করেছে বাংলাদেশের লিন্ডে, স্পেকট্রা এবং পিউর অক্সিজেন নামের তিনটি প্রতিষ্ঠান।