ভাটি অঞ্চলের অলিখিত ত্রাস শাহজাহান মেম্বার-পর্ব ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

ভাটি অঞ্চলের অলিখিত ত্রাস শাহজাহান মেম্বার-পর্ব ১

Link Copied!

বিশেষ প্রতিবেদন,দৈনিক আমার হবিগঞ্জ :   হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের নোঁয়াগড় গ্রামের শাহজাহান মেম্বার। যার দাপটে গ্রামবাসী অনেকটা দিশেহারা হয়ে জীবন যাপন করছেন। এককথায় ভাটি অঞ্চলের অলিখিত ত্রাস হিসেবে পরিচিতি লাভ করেছেন সর্বমহলে। তার ভয়ে কেউ মুখ খুলে টু শব্দ তো দুরের কথা এমনকি কোনো কথা এই মেম্বারের বিরুদ্ধে বলার সাহস রাখেনা। শাহজাহান মেম্বার ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতিও বটে। সাবেক এই মেম্বার সম্প্রতি তার ইন্ধনে এলাকায় পরপর কয়েকটি দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেছে। একই এলাকার উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন যাবত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এদের মধ্যে প্রায় সময়ই ঝঁগড়াঝাঁটি লেগে থাকত।

এই বিরোধ নিয়ে গেল কয়েক বছর পূর্বে কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এই নোঁয়াগড় গ্রামে। এই শাহজাহান মেম্বারের বিরুদ্ধে ইদু মিয়া, এমায়ুন,আব্দুল মন্নান হত্যা মামলা, চাঁদাবাজি, ধর্ষণ, জলমহাল লুটপাট, নারী শিশু নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ অন্তত: ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি রয়েছে আজমিরীগঞ্জ থানায়। আর একটি রয়েছে বানিয়াচং থানায়। এ সব মামলা নিয়ে তিনি দিব্যি গ্রামের বসবাস করে আসছেন তিনি।

ছবি : র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হওয়ার পর বানিয়াচং থানা থেকে এই ছবিটি উঠানো !

সম্প্রতি শাহজাহন মেম্বার সম্পর্কে আদ্যপান্ত জানতে নোঁয়াগড় গ্রামে অনুসন্ধান চালায় দৈনিক আমার হবিগঞ্জ টিম। এই টিমের সদস্যরা কাজ করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করতে সক্ষম হন। অনুসন্ধানে বের হয়ে আসে এই ত্রাস শাহজাহানের পিছনে কারা কারা আছে। এবং কোন জনপ্রতিনিধি তাকে আশ্রয়-প্রশ্রয় দেন। আর কাকে খুশি করতে এই মেম্বার এলাকায় মার দাঙ্গার সৃষ্টি করেন সেই কাহিনী ই উঠে এসেছে দৈনিক আমার হবিগঞ্জের এই অনুসন্ধানে। এই শাহজাহান মেম্বারকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব।

এই শাহজাহান মেম্বার বারবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও অদৃশ্য হাতের ইশারায় বের আসেন। বিষয়টি নিয়ে একাধিক এলাকাবাসীর সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা দৈনিক আমার হবিগঞ্জকে জানান,মেম্বার তুচ্ছ বিষয় নিয়ে এলাকায় দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করে। পরে উভয়পক্ষের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। আর সেই টাকা না দিলে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেন শাহজাহান মেম্বার। জলমহাল থেকে শুরু করে নিরীহ মানুষের জায়গা-জমি জোর করে দখল করতে বিভিন্ন রকমের পায়তারা করে এলাকায় দলাদলিতে লিপ্ত থাকেন ওই মেম্বার।

তারা আরো জানান,সে আটক হলেও একজন জনপ্রতিনিধির ইশারায় শাহজাহান মেম্বার পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। এককথায় এই জনপ্রতিনিধি তাকে শেল্টার দেন বলে তারা ক্ষোভ প্রকাশ করে জানান। মারামারি সৃষ্টি করে মিথ্যে মামলা দিয়ে প্রতিপক্ষের কাছ থেকে টাকা আদায় করা তার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে।

গত ২৮মার্চ এলাকার আক্তার বাহিনী ও শাহজাহান মেম্বারের লোকের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের খবর পেয় ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত: ৩০ জন আহত হন। ঘটনার পর থেকে পুলিশের আটক মামলার ভয়ে এলাকায় পুরুষশুণ্য হয়ে পরে। এই সুযোগে শাহাজাহন মেম্বার মামলা ভয় দেখিয়ে প্রতিপক্ষের অনেকের কাছে তার লোকের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করেন। সেই টাকা না দিতে পারলে মামলা জড়ানো হবে বলে জানিয়ে দেয়া হয়। প্রতিপক্ষের লোকেরা তার ভয়ে এলাকায় আসতে সাহস পাননি। তাদের রোপন করা ধান কেটে ঘরে তোলতে পারেননি তারা। সেই ধান কাটতে হলে তাদেরকে টাকা দিতে হবে সেটা নাকি মেম্বারের নির্দেশ।

ছবি : শাহজাহান মেম্বারের এই ছবিটি একটি পোস্টার থেকে নেয়া

মারামারির পর থেকেই মেম্বার এলাকায় না থেকেও তার লোকজনদের মাধ্যমে প্রতিপক্ষের উপর তুচ্ছ ঘটনা নিয়ে হামলা করে। গ্রামের ষাটোর্ধ এক বৃদ্ধের সাথে কথা হলে তিনি জানান,তার সম্পর্কে কি বলব ভাই। শাহজাহন মেম্বার অনেক শক্তিশালী তার হাত অনেক লম্বা। পুলিশ তাকে কিছু করতে পারেনা। মেম্বার তার জলমহালের বড়বড় মাছ নিয়ে প্রভাবশালীদের বাড়ি বাড়ি পৌছে দেয়। দেখেন না তারে পুলিশ ধরলেও পরের দিনই সে চলে আসে। এমনকি র‌্যাবের হাতে আটকের পরে সে কয়দিন জেল খেটে চলে এসেছে। তার হাত যদি লম্বা না হইতো তাহলে কি সে এইভাবে বেরিয়ে আসে এই প্রশ্ন রাখেন এই বৃদ্ধ।

অন্যদিকে গত ৭ মে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজাহান মেম্বার ও আক্তার হোসেন গংদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ নিয়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ উভপক্ষের প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। পুনরায় সংঘর্ষ এড়াতে এই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি।

মোঃ শাজাহান মিয়া। পিতা মৃত লাল মিয়া। নোঁয়াগড় ৩নং জলসুখা ইউ পি আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা। শুধুমাত্র সাক্ষর জ্ঞানহীন এই ব্যক্তি। বিগত ১৪ -১৫ বছর হইতে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। কুখ্যাত জলদস্যু হিসেবে পরিচিতি লাভ করে সর্বমহলে। নামকরা ডাকাত হিসাবে সে বাহিনী গঠন করে। নিজস্ব গুন্ডা ও লাঠিয়াল বাহিনী রয়েছে তার। ২০০১ সালে যৌথ বাহিনী তাকে ধরার জন্য কয়েকবার চেষ্টা চালায়। সে পালিয়ে যেতে সক্ষম হয়। ২০০৫ সালে আজমিরীগঞ্জ থানার এস আই মোবাশ্বের আলী মির্জা এর নেতৃত্বে একদল পুলিশ পুনরায় তাকে গ্রেফতার করার চেষ্টা করলে সে পাল্টা হামলা করে পালিয়ে যায়। ১/২মাস পরে সে আবার ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়। ৮ মাস পর জামিন লাভ করে। ২০১৭ সালে র‌্যাব তার বাড়িতে অভিযান করলে আবারো সে পালিয়ে যায়।

পরবর্তীতে র‌্যাব আবার অভিযান চালালে তৎকালিন র‌্যাব এর অফিসার পিযুষ সহ সঙ্গীয় অফিসার শাহজাহানের বাহিনীর হামলায় গুরুতর আহত হন । একপর্যায়ে ভয়ংকর খুনি সন্ত্রাসী,চাঁদাবাজ,ডাকাত শাহজাহানের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে র‌্যাব ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল জোনে এলাকাবাসীদের সাক্ষর নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই গ্রামের মৃত শুকুর উল্লাহর পুত্র ফুল মিয়া। এক সময় শাহজাহান মেম্বারের চরম শত্রু ছিল ফুল মিয়া। এতদিন সে শাহজাহানের বিরুদ্ধে থাকলেও এখন ফুল মিয়া তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। মেম্বারের সব জলমহাল এখন ওই ফুল মিয়া ই দেখা শুনা করছে। আর মেম্বার এলাকায় না থাকলে তার পক্ষ হয়ে গ্রামে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করে এই ফুল মিয়া।

এলাকায় চাওর রয়েছে তাকে মোটা অংকের টাকার বিনিময়ে শাহাজাহান মেম্বার তার দলে নিয়ে নেন। মোট কথা যে কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে যে কোনো ভাবে তার দলে নিয়ে আসে এই মেম্বার। শাহজাহন মেম্বারের এতো সব কুকীর্তি বিগত দিন গুলোতে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ স্থানীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

শাহজাহান মেম্বারের বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলার তথ্য-উপাত্ত এসেছে দৈনিক আমার হবিগঞ্জের হাতে–

১.আজমিরীগঞ্জ থানামামলা-নং-১তারিখ১৫/০৮/১৯৮৯দন্ডবিধি-১৪৭/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩৮০/৩০৭ ধারা।
২.আজমিরীগঞ্জ থানা-মামলা নং-১৩-তারিখ ২৪/১২/২০০১ দন্ড বিধি-১৪৩/৪৪৭/৩০২/১৪৪ ধারা ।
৩.মামলা নং -১২ আজমিরীগঞ্জ থানা-তারিখ ২৮/১২/২০০২ নারী ও শিশু নির্যাতন আইনের দন্ড বিধি ১১ ( ক ) ৩০ ধারা।
৪.আজমিরীগঞ্জ থানা-মামলা নং-০২, তারিখ – ২৪/০২/২০০৩ ধারা ৩০২ দন্ড বিধি।
৫.আজমিরীগঞ্জ থানা-মামলা নং-৫, তারিখ-১১/১২/২০০৫ দন্ডবিধি -১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩৭৯/৩০৭/১৪৪ ধারা।
৬.আজমিরীগঞ্জ থানা-মামলা নং -০৩- তারিখ ০৪/০১/২০০৮. দন্ডবিধি ১৪৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৫০৬/১১৪ ধারা।
৭.আজমিরীগঞ্জ থানা- মামলা নং-০৩,তারিখ ০৬/০২/২০০৮, দন্ড বিধি – ৩৮৫/৩৮৬/৩৪ ধারা ।
৮.আজমিরীগঞ্জ থানা-মামলা নং – ০৫, তারিখ-০৫/০৬/২০১২, দন্ডবিধি- ৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৪২৭/১৪৪/৩৪ ধারা। (বিচারাধীন)।
৯.আজমিরীগঞ্জ থানা-মামলা নং- ১০,তারিখ – ২৮/০৩/২০১৮. দন্ডবিধি ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০৬/১১৪ ধারা । (বিচারাধীন)।
১০. আলোচিত মুনাফ হত্যা মামলা, ধারা ৫/৯১ হাইকোর্টে বিচারাধীন।
১১. জি,আর- ২০৪/৯১ বানিয়াচং থানা- ধারা ১৯এ /১৯এফ ১৮৭৮ সালের অস্ত্র আইন (অবৈধ আগ্নেয়াস্ত্র গুল্লি সহ বহন)।

এসব মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটা মামলা হাইকোর্টে চলমান রয়েছে। আবার অন্য মামলা গুলোতে জামিনে রয়েছেন শাহজাহাম মেম্বার।

এদিকে গত বছরের ২১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বানিয়াচং-শরীফ উদ্দিন নামক ঝিংড়ি নামক স্থান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শাহাজাহান মেম্বারকে আটক করে শ্রীমঙ্গলের র‌্যাব ৯ এর একটি দল। পরে তাকে বানিয়াচং থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব ৯ এর ডিএডি নজির হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এই মামলায় কয়েকদিন জেলে থাকার পর কিছু দিন আগে সে জামিনের বের হয়ে আসে। এর আগে শাহজাহান মেম্বারের বিরুদ্ধে ১১টি মামলার খতিয়ান নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নেয়র নোঁয়াগড় গ্রামের কুখ্যাত ডাকাত,সন্ত্রাস,চাঁদাবাজ,ভূমিদস্যু,জলদস্যু,খুনি,অস্ত্র ব্যবসায়ীও মাদক ব্যবসায়ী শাহজাহানের ফাঁসি চাই লেখে দুই উপজেলায় একটি পোস্টার বিলি করে নোঁয়াগড় গ্রামবাসী। এতো সব মামলা নিয়ে এই মেম্বার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। এমনকি জেল থেকে বাহির হয়ে আসার পর জনৈক এক জনপ্রতিনিধির সংবর্ধনা সভায় তাকে দর্শক সারিতে বসে থাকতে দেখা গেছে এই কুখ্যাত ভাটি অঞ্চলের ত্রাস শাহজাহান মেম্বারকে।

সার্বিক বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারের সাথে কথা হয় দৈনিক আমার হবিগঞ্জের। তিনি জানান, আমরা তাকে ধরার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। মোট কথা হল হাওর এলাকা তো তাই একটু সমস্যা হয়। পুলিশ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। কিছুদিন পূর্বে উভয়পক্ষের লোকজনদের মধ্যকার বিরোধ মিটমাট করে দেয়া হল। কিন্ত আবার সেই ঝগড়া-মারামারি । আসলে কার ইন্ধনে তারা এসব করছে বিষয়টি একটু খোঁজে বের করা দরকার। নিশ্চয়ই তাদের পিছনে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। আর নোঁয়াগড়ের পরিস্থিতি যে এখন ভালো সেটা বলা যাবেনা। কারণ এই ভালো এই খারাপ। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বর্তমানে এই গ্রামে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

তাই নিরীহ এলাকাবাসী ও সচেতন মহলের মতে এই মেম্বারকে দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে আসলে স্বস্থি ফিরবে উপজেলাবাসী তথা গ্রামবাসীদের মধ্যে। শান্ত পরিবেশটা আবার বিরাজমান থাকবে প্রতিনিয়ত। নতুবা এই উপজেলার নোঁয়াগড় গ্রামকে অভিশপ্ত গ্রাম হিসেবেই মনে রাখবে সবাই।