ভরা মৌসুমেও হাটবাজারে দেখা নেই ইলিশ মাছের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ভরা মৌসুমেও হাটবাজারে দেখা নেই ইলিশ মাছের

Link Copied!

জেলার খুচরা মাছের বাজারগুলো থেকে উধাও বাঙালির রসনা বিলাসের অন্যতম অনুষঙ্গ ইলিশ। বৃষ্টিমুখর দিনে ইলিশ মাছের স্বাদ নিতে অনেকেই দৌড়াচ্ছেন বাজারে। কিন্তু জেলার হাটবাজারে গিয়ে ক্রেতাদের ফিরতে হয়েছে খালি হাতে।

ক্রেতাদের দাবি, বিদেশে রপ্তানির সরকারি সিদ্ধান্তে বিক্রেতারা মজুদ করছে ইলিশ। তবে বিক্রেতাদের দাবি আবহাওয়া খারাপ থাকায় মাছের সরবরাহ কম বাজারে। অন্যদিকে ইলিশ মজুদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে কিছু অসাধু ক্রেতারা জড়িত থাকার দাবি করছেন স্থানীয় মৎস্য জীবিরা। ফলে অনেকটাই সিন্ডিকেটের মারপ্যাচে আবদ্ধ হয়ে পড়েছেন ত্রেতারা।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে জেলার চৌধুরী বাজার, শায়েস্তাগনগর বাজার ও চৌধুরী বাজারের পুরাতন মাছের বাজারে গিয়ে সরেজমিনে গিয়ে ইলিশ শূন্যতার প্রমাণ মিলেছে। দু-একজন সামান্য কিছু ইলিশ মাছ আনলেও সেগুলোর আকার যেমন ছোট, তেমনি দামও আকাশচুম্বী।

এসব বাজার ঘুরে ৪০০ থেকে সাড়ে ৪০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ৯৫০ থেকে ১ হাজার টাকা দামে বিক্রি হতে দেখা গেছে। চৌধুরী বাজারে গিয়ে ইলিশ না পেয়ে হতাশ হয়ে চাকুরিজীবি আব্দুর রহমান বলেন, সকাল থেকে বৃষ্টি দেখে ভেবেছি দুপুরে ইলিশ-পোলাও খাবো। কিন্তু বাজারে এসে দেখি ২০-২৫ জন মাছ বিক্রেতার কেউই রহস্যজনকভাবে ইলিশ মাছ আনেনি।

শায়েস্তানগর বাজারের মাছের আড়তে কথা হয় সাইদুর আখন্দ এর সঙ্গে। তিনি বলেন, বাজারে ইলিশে দেখা নেই। ধারণা করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পর ব্যবসায়ীরা মাছ মজুদ করছে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর না করে ভারতে ইলিশ রপ্তানী হয়েছে। তবে বাজারে দেখা মিলেনি কাঙ্খিত সেই ইলিশ মাছে।

মৎস্য ব্যবসায়ী খালেদ মিয়া জানান, গতকাল থেকে হবিগঞ্জের আবহাওয়া খারাপ। বৃষ্টির কারণে মাছের ট্রাক আসতে পারেনি। ফলে বাজারে সরবরাহ সঙ্কট দেখা দিয়েছে। অন্যদিকে বাজারে ক্রেতা কম, তাই খুব বেশি ব্যবসায়ী ইলিশ আনেন নি।

জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, দেশের মোট আরোহণকৃত ইলিশের প্রায় ৬০ ভাগ আসে সাগর থেকে। চলতি মৌসুমে নানা কারণে সাগর উত্তাল ও আবহাওয়া খারাপ থাকায় ইলিশ শিকার কিছুটা কম হয়েছে এটা সত্যি। তবে খুচরা বাজারে একদমই ইলিশ না থাকার পিছনে মূলত ক্রেতা-বিক্রেতাদের মজুদ প্রবণতাই মূল কারণ।

এই কর্মকর্তা আরও বলেন, অনেক ব্যবসায়ী যেমন অতি মুনাফা ও রপ্তানির আশায় ইলিশ মজুদ করেছে। তেমনি কিছু অসাধু ক্রেতারাও মজুদের সঙ্গে জড়িত। যেহেতু আগামী ১৩ই অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে। তাই অনেক স্বাবলম্বী ক্রেতারা পাইকারি বাজার থেকে বেশি পরিমাণ ইলিশ কিনে বাসায় মজুদ করছে। ফলে সাধারণ মানের ক্রেতারা খুচরা বাজারে গিয়ে ইলিশ পাচ্ছে না।