ভয়ঙ্কর রূপে বেড়ে উঠছে হবিগঞ্জের পথশিশুরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 10 June 2020
আজকের সর্বশেষ সবখবর

ভয়ঙ্কর রূপে বেড়ে উঠছে হবিগঞ্জের পথশিশুরা

Link Copied!

এম এ রাজা :   হবিগঞ্জ শহরকে শান্তির শহর বলা হয় কিন্তু গত কয়েক বছর ধরে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে দেখা যায় একদল পথশিশু পলিথিনে আঠা নিয়ে ওপেন নেশা করছে। শুধুমাত্র যে আঠার নেশায় সীমাবদ্ধতা নয় তারা অনেক সময় সিগারেট গাজা সহ সুযোগ বুঝে যা পায় তা দিয়ে নেশা করে শিশুরা। এই করোনা মহামারীতেও তাদের এই নেশা করা থেমে নেই। করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, স্বাভাবিক জীবন সম্পর্কে তাদের ধারণা নেই।
এই শিশুদের দ্বারা প্রতিদিনই কোন না কোন এলাকায় ছোটখাটো অপরাধ ঘটেছে বলে অভিযোগ করেছেন অনেকেই। অনেক সময় এই শিশুরা ভিক্ষাবৃত্তি বা ভাঙারি কুড়ানোর ছদ্মবেশে ঢুকে পড়ে বাসা বাড়িতে সুযোগ বুঝে বাড়ির সামনে থাকা ছোটখাটো আসবাপত্র জুতা কাপড় যা কিছু পায় চুরি করে নিয়ে যায়। সচেতন মহলের অভিযোগ তারা একদিকে নেশা করছে অন্যদিকে চুরি করছে আবার এই করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধির সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা নিজেরা যেমন করোনার উচ্চ ঝুঁকিতে আছে তেমনি তাদের দ্বারা অন্য ব্যক্তিরাও আক্রান্তের সম্ভাবনা থাকে।
১৫ থেকে ২০ জনের পথশিশুদের দলটিকে বেশিরভাগ সময়ই সদর থানা আদালত পাড়া ও হাসপাতাল এরিয়ায় দেখা যায়। হবিগঞ্জের সচেতন মহলের দাবি দ্রুত গতিতে প্রশাসনের হস্তক্ষেপে এই পথশিশুদের যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়।