তাপস হোম।। বানিয়াচং উপজেলার বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রিবার্ষিক মেয়াদে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (২১ জানুয়ারী) নির্বাচন কমিশনের অস্হায়ী কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন মিয়া।
আগামী ২৩ জানুয়ারী ২০২১ ইংরেজি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ ও ২৫ জানুয়ারী খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি,২৬ জানুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,২৭ জানুয়ারী মনোনয়নপত্র বিতরণ শুরু,২৮ জানুয়ারী মনোনয়নপত্র দাখিল,২৯ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন,৩১ জানুয়ারী প্রতীক বরাদ্দ ও প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ এবং আগামী ১৯ ফেব্রুয়ারী ২০২১ ইংরেজি কোভিড-১৯ এর জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচনী তফসিলে উল্লেখ করা হয়েছে।
এদিকে বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন ঘিরে শুরু হয়েছে তুমুল গণসংযোগ।
উল্লেখ্য প্রধান উপদেষ্টা ছাড়াও বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির আরও ৩ জন উপদেষ্টা হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান,ডাঃ আবু তাহের ও মোঃ কামরুল হাসান সজলু।