
ছবি: সংগঠন এর হবিগঞ্জ জেলার সভাপতি এনামুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহাম্মেদ নাজির কমিটির প্যাডে স্বাক্ষর করে মাধবপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন
রুয়েল আহােম্মদ রুবেল, মাধবপুর : ‘ব্লাড সোসাইটি’ হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার ২০২০/২১ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্লাড সোসাইটি হবিগঞ্জ’র অস্থায়ী কার্যালয়ে এই কমিটির ঘোষনা করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড সোসাইটি হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর উপজেলা শাখার শেখ ইমন আহামেদ’কে সভাপতি এবং সোহাগ হাসান সুজন’কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, সংগঠন এর হবিগঞ্জ জেলার সভাপতি এনামুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহাম্মেদ নাজির। এসময় তারা কমিটির প্যাডে স্বাক্ষর করে মাধবপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।
মাধবপুর উপজেলার নব গঠিত সভাপতি শেখ ইমন আহামেদ বলেন, মাধবপুর উপজেলার তথা আশেপাশের কোনো মুমূর্ষু রোগীর রক্তের কোনো অভাব যেন না হয় তাই তারা সবসময় পাশে আছেন। রক্ত দানের মত মহৎ কাজে তারা সবসময় এগিয়ে আসবেন।