ব্লাড সোসাইটি হবিগঞ্জ'র মাধবপুর উপজেলা শাখার আনন্দ ভ্রমন ও আলোচনা সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 3 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ব্লাড সোসাইটি হবিগঞ্জ’র মাধবপুর উপজেলা শাখার আনন্দ ভ্রমন ও আলোচনা সভা

অনলাইন এডিটর
August 3, 2020 12:30 am
Link Copied!

 

রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : রবিবার (২ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় মাধবপুর উপজেলা পরিষদ প্রঙ্গনে ব্লাড গ্রুপ সোসাইটি হবিগঞ্জ’র মাধবপুর উপজেলার কমিটির সবাই একত্রিত হয়।

 

ছবি: ব্লাড সোসাইটি হবিগঞ্জ’র মাধবপুর উপজেলা শাখার আনন্দ ভ্রমন ও আলোচনা সভা

 

সেখানে কমিটির সভাপতি ইমন আহাম্মেদ কমিটির সবাইকে ব্লাড সোসাইটির লোগো যুক্ত টি-শার্ট প্রদান করেন। উপজেলা প্রঙ্গনের কাজজ শেষে উক্ত কমিটির সবাই নৌকাযোগে রওয়ানা হয় হরিপুর রাজ বাড়ী (নাসির নগর)। সেখানে গিয়ে কমিটির সবাই সবাই ভাল এবং সুন্দর পরিবেশের একটি যায়গায় আলোচনা সভার আয়োজন করে।

উক্ত আলোচনা সভায় কমিটির নানা সদস্য নানা ধরনের সমস্যা এবং কাজ এর কথা তুলে ধরে। কমিটির সভাপতি শেখ ইমন আহম্মেদ তার বক্তব্যে বলেন আমরা সংগঠনের সবাই সেচ্চায় রক্ত দান করি এবং করব এতে আমরা কোনো রক্ত গ্রহীতা থেকে কোনো টাকা পয়সা বা কোনো সহযোগীতা নেই না এবং নিব না। তিনি আরো বলেন যদি কোনো রক্ত ডোনার ছাত্র বা বেকার হয় তার যাতায়েত খরচে সমস্যা হয় তাহলে কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তা বহন করার চেষ্টা করবেন।

উক্ত কমিটির সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেন আমরা এখানে যে শুধু আনন্দ ভ্রমন করতে এসেছি তা কিন্তু না এই ভ্রমনের মধ্যে দিয়ে সংগঠনে সবার মনযোগ বাড়বে এবং মানসিক বিকাশ ঘটবে। সবাই একত্রিত হওয়াতে নানা ধরনের সমস্যার কথা বলা যায়। এতে কমিটির লগু যুক্ত টি-শার্ট পরিধানে ঘুড়তে আসাতে সবার নজরে আসবে। উক্ত আলোচনা সভায় নানা সদস্য নানা ধরণের মতামত এবং বক্তব্য প্রদান করেন। সভা শেষে দুপুরে খাবার শেষ করে কমিটির সবাই দৌরন্তী হাওরের উদ্যেশ্য রওয়ানা হয়। সেখানে কিছু সময় কাটিয়ে আবার সবাই মাধবপুর উপজেলায় এসে সভাপতি এবং সাধারণ সম্পাদক কমিটির সকল সদস্যবৃন্ধকে বিদায় জানায়।