হবিগঞ্জ সদর উপজেলার ৬ নং রাজিউড়া ইউনিয়নের ভঙ্গুরহাঁটি গ্রামে অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার মতো । খবর পেয়ে সময় মতো এলাকায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছেলেও ব্রীজ ও রাস্তা না থাকার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি তারা। অর্ধেক রাস্তা থেকেই ফিরে যেতে হলো তাদের। অবশেষে এলাকাবাসীর ২ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন।
মঙ্গলবার (১ মার্চ) রাত ৯ টার রাজিউড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের ভঙ্গুর হাঁটি গ্রামের বাসিন্দা আজিজ মিয়ার ও সিরাজ মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে । পরবর্তীতে আগুন আজিজ মিয়ার বসতঘরের চারদিকে ছড়িয়ে পরলে মূহুর্তের মধ্যেই ঘরে থাকা হাঁস, মুরগীসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পাশে থাকা সিরাজ মিয়ার ঘরেও এই আগুন ছড়িয়ে পরে । এলাকাবাসীরা খবর পেয়ে ছুটে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, ফার্নিচার, ১ টি গরু । প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।
খবর পেয়ে ছুটে আসে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট । কিন্তু রাস্তা ও ব্রিজ না থাকায় সৈলজুরা থেক ফিরে আসতে হয় তাদের। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি ব্রিজের অপেক্ষায় ৪টি গ্রামের জনগণ সরকারের এতো উন্নয়নের জোয়ারে সুবিধা থেকে বঞ্চিত ।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, আমাদের একটি ব্রিজ না থাকায় আজ সময় মতো ফায়ার সার্ভিস জায়গা মতো আসতে পারেনি । আমাদের ব্রিজ দেয়া হবে শুধু আশ্বাস দেয়া হয় কিন্তু কবে দেয়া হবে তার কোন হদিস নেই। আজ আগুন লেগেছে, কাল হয়তো অন্য কিছু হবে রাস্তা ও ব্রিজের কারণে ক্ষতি হবে আমাদের এর দায় নিবে কে বলে জানান তারা ।