মনর উদ্দিন মনির, লাখাইঃ কেউ ব্যালট পেপারের দিকে হাত দিবেন না, যার ভোট সে দিবেন, যদি ব্যালট পেপারের দিকে হাত যায় আমাদের কিন্তু নির্দেশনা আছে একদম হাত কেটে ফেলা হবে। আচরণ বিধিসম্পর্কে সবাইকে অবহিত করা হইয়েছে আগামীকাল (আজ) থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশসহ আইনশৃঙ্খলাবাহীনী মাঠে থাকবে, কেউ এ আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরে বিরুদ্ধে আইনঅনুয়ী ব্যাবস্থা নেওয়া হবে।
কেউ হানাহানী রক্তক্ষীয় ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। বুধবার (৮ডিসেম্বর ) লাখাই উপজেলা হল রুমে লাখাই উপজেলার ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বীপ্রার্থীগনের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং । লাখাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন হবে ২৬শে ডিসেম্বর।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর, শায়েস্তোগঞ্জ, লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাফুজা আক্তার শিমুল বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন একে অপরের প্রতি শহনশীল হবে, নির্বাচনে কেউ পাশ করবে কেউ ফেল করবে, আজ জয় হয়নি আগামীতে হবে বলে তকদীরে বিশ্বাসী হলে আমরা সুষ্ঠ, সুন্দর সুশৃঙ্খল, নির্বাচন উপহার দিতে পারব।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বলেন- প্রার্থীগণ পথসভা, ঘরোয়া সভা, করতে চাইলে সভার কমপক্ষে ২৪ ঘন্টা আগে স্থান, সময় সম্পর্কে লাখাই থানায় নোটিশ করতে হবে ।
কোনো প্রার্থী উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি এবং উচ্ছৃঙ্খল আচরণ করলে লাখাই থানা পুলিশকে সাথে সাথে জানাবেন । আমাদের প্রত্যেক ইউনিয়নের জন্য টিমপ্রস্তুত আছে, পুলিশ তড়িৎ গতিতে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম বলেন, একমাত্র বুল্লা ইউনিয়নব ইভিএম পদ্ধতিতে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এ ভোট হবে ,কিভাবে ভোটাররা তাদেরে পচন্দনীয় প্রার্থীকে ভোট দিবে এগুলি সম্পর্কে ২৪শে ডিসেম্বর বুল্লা ইউনিয়নের সকল কেন্দ্র মক ভোটিং অনুৃষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হওয়া নির্বাচনীয় প্রচারণা ২৪শে ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা যাবে । তবে প্রচারণাকালে ১ এর অধিক মাইক ব্যবহার করতে পারবে না ।
মাইক ব্যাবহার দুপুর ২টা থেকে রাত পর্যন্ত করতে পারবে। পরে বাকী ৩২ ঘন্টা কোনো নির্বাচনীয় প্রচার প্রচারণা করা যাবে না।
ভোটের দিন যানবাহনে করে ভোটারদেরাকে আনা নেওয়া করতে পারবে না, এবং ভোট কেন্দ্রের এক বুথের এজেন্টে অন্য বুথে প্রবেশ করতে পারবে না।
ভোট কেন্দ্রের ১৮০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণোর জন্য চেয়ার টেবিল বসাতে পারবেন না। চেয়ারম্যান প্রার্থীগন স্ব স্ব ইউনিয়নে ৩টি অফিস/ক্যাম্প করতে পারবে।
আচরণবিধি নিষেধ সম্পর্কে অবহিত করা হয়। কেউ এবিধিমালা লঙ্ঘন করলে ৬মাসের কারাদন্ড, অথবা ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন বলে জানান তিনি।
প্রার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও আঙ্গুলের চাপ না মিললে বিকল্প ব্যাবস্থা করার জন্য আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এতে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা, লাখাই উপজেলা নির্বাচন অফিসার মোশারফ হোসেন খাঁন, রিটার্নিং কর্মকর্তাবৃন্দ সহ লাখাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার, পুরুষ মেম্বার প্রার্থীবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।