ব্যারিস্টার হওয়ার পূর্বশর্ত হিসেবে বিখ্যাত গ্রেস' ইনের সদস্য হলেন প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 January 2022

ব্যারিস্টার হওয়ার পূর্বশর্ত হিসেবে বিখ্যাত গ্রেস’ ইনের সদস্য হলেন প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত

Link Copied!

ব্যারিস্টার ও বিচারকদের পেশাদার সোসাইটি বিশ্ববিখ্যাত গ্রেস’ ইন-এর সদস্য পদ লাভ করেছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক/ প্রকাশক ও দেশের ইকমার্স জগতের আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান ইবাংলাদেশের সিইও প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত।

বুধবার(২৬জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সদস্য প্রাপ্তির বিষয়টি তুলে ধরেছেন তিনি। পাশাপাশি ওই প্রতিষ্ঠান তথা গ্রেস’ইন থেকে সদস্য পদ পাওয়া বিষয়ে প্রদান করা একটি কনফার্মেশন এর মাধ্যমে মেম্বারশিপ নাম্বার ও তুলে ধরেছেন প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত।

লন্ডরে ৪টি ইনস অফ কোর্টের মধ্যে একটি হলো এই গ্রেস’ ইন। ব্যারিস্টারি করতে গেলে একজন ব্যক্তিকে এসব ইনের অন্তর্ভুক্ত হতে হয়। ১৩৭০ সালে প্রতিষ্ঠিত গ্রেস’ইন মধ্য লন্ডনের হাই হলবর্ণ এবং গ্রেস’ইন রোডে সংযোগস্থলে অবস্থিত। বিখ্যাত এই ইনের সদস্য হওয়ার মাধ্যমে সুশান্ত ব্যারিস্টার হওয়ার পথে প্রথম ধাপ পাড় করলেন।

তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ল’তে আইন বিষয়ে অধ্যয়ণ করছেন। আগামী সংসদ নির্বাচনের আগে তিনি বার এট ল’ সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

প্রবাস সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়