যাত্রী নিয়ে বানিয়াচংয়ের ব্যাটারি রিকশা মুরাদপুরে চলাচলে বাধা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে বানিয়াচং-শিবপাশা সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সড়কের কুন্ডুরপাড় এলাকায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবরোধের ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচংয়ের ব্যাটারি রিকশা শ্রমিকরা যাত্রী নিয়ে শিবপাশা হয়ে মুরাদপুর চলাচল করলে শিবপাশার ব্যাটারী রিকশা শ্রমিকরা বাধা দেন।
প্রতিবাদ করলে শিবপাশার শ্রমিকরা বানিয়াচংয়ের মজিদ, সেলিমসহ ৪ জন শ্রমিককে সকালে মারধোর করেন। এর প্রতিবাদে বানিয়াচংয়ের শ্রমিকরা দুপুর ১২টায় কুন্ডুরপাড় এলাকায় সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব এসআই হারুনের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ প্রেরণ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা একঘন্টা পর অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সমস্যা সমাধানের আগ পর্যন্ত বানিয়াচংয়ের শ্রমিকদেরকে পশ্চিমবাগ ব্রীজ পর্যন্ত যাত্রী পরিবহন করতে বলা হয়।
আজমিরীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, এব্যাপারে তিনি লিখিত কোনো অভিযোগ পাননি। শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আইন-শৃঙ্খলা কমিটিতে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।
শিবপাশা লাইনের ব্যাটারি রিকশা সমিতির সভাপতি তাজুল ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন লাইনের সভাপতি হাফিজুর রহমান সমস্যা সমাধানের জন্য পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগের কথা জানিয়ে নিজ নিজ সমিতির শ্রমিকদেরকে ধৈর্যধারণের আহবান জানিয়েছেন।