বৃন্দাবন সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 15 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বৃন্দাবন সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

অনলাইন এডিটর
August 15, 2020 10:58 pm
Link Copied!

ছবি; হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের আলোচনা সভা।

 

এম.এ.রাজা : স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (১৫’ই আগস্ট) হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রথমেই সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনমিত করেন কলেজ অধ্যাপক (ভারপ্রাপ্ত) দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। সকাল ৮ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল এগারোটা অনলাইনে আলোচনা সভা আয়োজন করা হয়।

অধ্যক্ষ জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা হয়। প্রবন্ধ উপস্থাপনা করেন ডক্টর সুভাষ চন্দ্র দেব এবং সঞ্চালনায় ছিলেন ড. মোহাম্মদ আজহারুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ ইলিয়াছ বখ্ত চৌধুরী, অধ্যাপক মোঃ নুজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসলাম, আলপনা কর্মকার, জিয়া আরেফিন আজাদ, জেসমিন চৌধুরী, আহমদ হাসান কবির, এ কে এম হারুনুর রসীদ, সহকারী অধ্যাপক মাহবুবা খানম চৌধুরী, মোঃ খলিলুর রহমান, হিমাংশু শেখর সূত্রধর, প্রভাষক মিলি আক্তার তমা, মাহবুবুর রহমান, মোসলেম উদ্দিন প্রমূখ।