তারেক হাবিব ॥ বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর উপর হামলার ঘটনায় এক জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে অনলাইনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং অনতি বিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলখ শাস্তি নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ ইলিয়াছ বখ্ত চৌধুরী, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ভুইয়া, অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, জিয়া আরেফিন আজাদ, জেসমিন চৌধুরী, ড. সুভাষ চন্দ্র দেব, মোঃ খলিলুর রহমান, হিমাংশু শেখর সুত্রধর, মোঃ আবু সিদ্দিক, ড. মোঃ আজহারুল ইসলাম, প্রভাষক মিলি আক্তার তমা, মোসলেম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্থানীয় কিছু লোক মাছ চুরি করতে গেলে বিষয়টি নজরে আসে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর।
এ সময় তিনি সরকারি পুকুরের মাছ চুরির ঘটনার প্রতিবাদ করলে দুবৃর্ত্তরা তার উপর হামলা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণে রক্ষাপান অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। এ ঘটনায় শিক্ষক মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।