স্টাফ রিপোর্টার : বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে চুনারুঘাটের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত যুবক চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ঘরগাও গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র ইশতিয়াক আহমেদ মুন্না। ঢাকার দ্রুত
বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান বুধবার (৮ডিসেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, দন্ডপ্রাপ্ত ইশতিয়াক আহমেদ মুন্নার বাবা আহাদ ছিলেন স্থানীয় ইউপি মেম্বার। ২০০৯ সালে ২৬ জানুয়ারি তিনি মারা যান। রেখে যান তিন পুত্র সন্তান। বড় ছেলে ক্যাপ্টেন আশফাক আহমেদ মনির বর্তমানে সিলেট সেনানিবাসে কর্মরত। ছোট ছেলে ইফতেখার আহমেদ রানা সিলেট শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইসি তৃতীয় বর্ষের ছাত্র।
মুন্না ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে। এরপর সে ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাশ করে, ওই পরীক্ষায়ও সে জিপিএ-৫ পায়। পরে সে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হন। ঘটনার সময় মুন্না ওই বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলো।
তবে এ ঘটনায় সরাসরি ইশতিয়াক আহমেদ মুন্না জড়িত ছিল না বলে দাবী করেছেন তার পরিবারের লোকজন। জানা যায়, ওইদিন প্রতিবেশী রাসেল নামে এক ব্যাংকারের বিয়ে অনুষ্ঠানের জন্য বাড়িতে ছিল। ৬ অক্টোবর রাত ১২টার দিকে বাড়ি থেকে এনা বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ভোর সোয়া চারটার দিকে শেরে বাংলা হলে পৌঁছায় সে । সকাল ১০টার দিকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
আবরার হত্যাকান্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেহেদী হাসান রাসেল (২৪), মোঃ অনিক সরকার ওরফে অপু (২২), মেহেদী হাসান রবিন ওরফে শান্ত (২৩), ইফতি মোশাররফ সকাল (২০), মোঃ মনিরুজ্জামান মনির (২১), মেফতাহুল ইসলাম জিয়ন (২৩), মোঃ মাজেদুর রহমান মাজেদ (২০), মোঃ মুজাহিদুর রহমান মুজাহিদ (২১), খন্দকার তাবাকারুল ইসলাম অরফে তানভির (২১), হোসেন মোহাম্মদ তোহা (২১), মোঃ শামীম বিল্লাহ (২১), মোঃ সাদাত এএসএম নাজমুস সাদাত (২১), মুনতাসির আল জেমী (২০), মোঃ মিজানুর রহমান মিজান (২২), এসএম মাহমুদ সেতু (২৪), সামসুল আরেফিন রাফাত (২১), মোঃ মোর্শেদ অরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (২০), এহতেশামুল রাব্বি অরফে তানিম (২০) (পলাতক), মোহাম্মদ মোর্শেদ উজ্জামান মণ্ডল প্রকাশ জিসান (২২) (পলাতক), মুজতবা রাফিদ (২১) (পলাতক)। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন, অমিত সাহা (২১), ইসতিয়াক আহমেদ মুন্না (২১), মোঃ আকাশ হোসেন (২১), মুহতাসিম ফুয়াদ (২৩), ও মোঃ মোয়াজ অরফে মোয়াজ আবু হোরায়রা (২১)।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।