মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যাবসায়ী ও এক নৌকার মাঝি কে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলার বুল্লা বাজারে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
এসময় সারের দোকানে মূল্য তালিকা না থাকায় হাফিজুর রহমান কে ৩ হাজার টাকা ও বাজারের নৌকা ঘাটে এক নৌকার মাঝি স্বাস্থ্যবিধি নিষেধ অমান্যকরা ও অতিরিক্ত যাত্রী বহন করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট’ লুসিকান্ত হাজং বলেন, কোনো ঝুঁকিপুর্ণ আনন্দ ভ্রমন করা যাবে না, নৌভ্রমণের ক্ষেতে নিজেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট, টিউভ সংরক্ষণ করে চলাচল করবেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নৌ চলাচল বন্ধের আহ্বান জানান, তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ, উপ কৃষি কর্মকর্তা অসিত ভট্টাচার্য এবং এস আই নুরুল হাসানের নেতৃত্বে লাখাই থানার একদল পুলিশ।