বুল্লা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বুল্লা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 24, 2020 3:48 am
Link Copied!

ছবি: বক্তব্য রাখছেন হবিগঞ্জ জেলা আ.লীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি।

 

মনর উদ্দিন মনির : লাখাইয়ে বুল্লা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩শে আগষ্ট) দুপুরে বুল্লা বাজারে ইউনিয়ন চেয়ারম্যান মুক্তার হোসেন বেনুর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আ.লীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ। বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

অন্যদের মত এতে উপস্থিত ছিলেন, লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম, লাখাই উপজেলা আওয়ামিলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার ও শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বুল্লা ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক খোকন গোপ, লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি/শিক্ষানবিশ আইনজীবি মোঃ আতাউর রহমান ইমরান সহ সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শোক সভায় উপস্থিত ছিলেন।