মহান মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাস পার্টির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস’র ৫১তম শাহাদাত বার্ষিকীতে তাঁর ম্যুরাল এঁকে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করছে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদ। বুধবার (১৬ নভেম্বর) শহরে দেয়াল লিখনের মাধ্যমে ম্যুরাল অংকন করা হয়।
পরে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি লুৎফুন নাহার মিলির নেতৃত্বে তাতে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্বালন করা হয়।
ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা লিখেন,২২ বছরের তরুণ কমান্ডার আর তার গেরিলা দল, ২৭ টি যুদ্ধ জয়ের নায়ক, শেষ যুদ্ধে ক্ষতবিক্ষত শরীর খুঁটিতে পেরেক দিয়ে গাঁথা লাশ, নদীতে ভাসিয়ে দেয়া শরীর, এ উপাখ্যান জগৎজ্যোতির।
ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, ভাটি অঞ্চলের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গেরিলা দল দাস পার্টির প্রতিষ্ঠাতা, জনতার বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাসের ৫১ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা গ্রামে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ এপ্রিল জগৎজ্যোতি দাস’র জন্ম। ১৯৭১ সালের ১৬ নভেম্বর ঐতিহাসিক বদলপুরের যুদ্ধে তিনি শহীদ হন।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের পক্ষ থেকে তাঁকে বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে তাঁর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর বেসামরিক কোনো মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ খেতাব না দেয়ার সিদ্ধান্ত হওয়ায় বীরশ্রেষ্ঠ খেতাবের স্বীকৃতি পাননি শহীদ জগৎজ্যোতি দাস।