বীরমুক্তিযোদ্ধার জন্মদিনে মানিক চৌধুরী পাঠাগারে আনন্দ আসর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 May 2022
আজকের সর্বশেষ সবখবর

বীরমুক্তিযোদ্ধার জন্মদিনে মানিক চৌধুরী পাঠাগারে আনন্দ আসর

Link Copied!

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সার্জেন্ট মোঃ আব্দুল আলীর ৭১ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মানিক চৌধুরী পাঠাগার কর্তৃক আয়োজিত হলো জন্মদিনের আনন্দ আসর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী একজন সাহসী সৈনিক। রণাঙ্গনে সাহসী বীর হিসাবে তার খ্যাতি সর্বত্র।

তিনি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ পৌরসভায় বসবাসরত একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বযস ৭১ পেরুলেও এখনও সামাজিক কর্মকান্ডে সদা তৎপর থাকতেই পছন্দ করেন আব্দুল আলী। সহযোদ্ধাদের খোজখরর হতে শুরু করে আত্নীয়স্বজনদের প্রতি দায়িত্ব পালনে এ বীর মুক্তিযোদ্ধার দৈনন্দিন জীবন কাটে ব্যস্ততায় ।

সদা হাস্যরসিক আব্দুল আলীর সহযোদ্ধারা এভাবেই তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত আসরটিতে। আব্দুল হাসিব চৌধুরী ওয়াহিদুজ্জামান মাসুদ, মুহম্মদ আব্দুজ জাহের, নওসাদ আলী, শেফা বেগম, শহীদ পরিবারের সন্তানআবদুল করিম জুয়েল, আবদুল হামিদ সহ আব্দুল আলীর পরিবারের অনেক সদস্যরাও আনন্দ আয়োজনে উপস্থিত হয়ে আব্দুল আলীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

পরে মানিক চৌধুরী পাঠাগার হতে কেক কেটে ফুল উপহার দিয়ে জন্মদিনে শুভকামনা জানানো হয় এ- বীর মুক্তিযোদ্ধাকে। সকলের আন্তরিক অভিনন্দন পেয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী তার অভিব্যক্তি প্রকাশে বলেন, আমি আজ অভিভূত! কমান্ডেন্ট মানিক চৌধুরী আমাদের রণাঙ্গনের নেতা ছিলেন। তাঁর স্মৃতি স্বরণে প্রতিষ্ঠিত মানিক চৌধুরী পাঠাগার আন্তরিক মন নিয়ে আমার প্রিয় সহযোদ্ধাদের নিয়ে যে জন্মদিন আসর আয়োজন করলো, তাতে আমি খুবই গর্বিত ও আনন্দিত বোধ করছি।

বই পড়ানো ও মানবিক সমাজ গঠনে মানিক চৌধুরী পাঠাগার সত্যিই, অনন্য একটি প্রতিষ্ঠান। মানিক চৌধুরী পাঠাগারের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের -বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর দীর্ঘ ও সুস্থ্য জীবনের কামনা করে উপস্থিত সকল অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। উল্লেখ, মানিক চৌধুরী পাঠাকগার সেবামূলক স্বেচ্চাসেবী প্রতিষ্ঠান। যার মূল লক্ষ্য – সচেতন পাঠক সমাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করা।