বার্তা সম্পাদক : কারামুক্ত হলেন দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত। গত রবিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার (১৮জুন) হবিগঞ্জের জেলা কারাগার থেকে বিকের ৩টার দিকে তিনি মুক্ত হয়ে আসেন।
এর আগে সাংবাদিক সুশান্ত’র মুক্তি অপেক্ষায় জেল হাজতের সামনে শতশত শুভাকাঙ্খি তার জন্য অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া’র নিজস্ব গাড়িতে উঠিয়ে এক মোটর শোভাযাত্রা সহকারে তার গ্রামের বাড়ি বানিয়াচংয়ের সুনারুতে পৌছে দেয়া হয়।
শোভাযাত্রার সময় পুরো শহর জুড়ে সুশান্তকে একনজর দেখার জন্য সর্বস্তরের মানূষ দুই পাশে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার গ্রামের বাড়ি সুনারুতে পৌছার পর পুরো গ্রামবাসী করতালির মাধ্যমে তাদের প্রিয় সন্তানকে স্বাগত জানান।
পরে এলাকাবাসীদের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংসদীয় আসনের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও সদ্য কারামুক্ত দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত।
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল আদালতের বিচারপতি মো.আশরাফুল কামাল রবিবার (১৪জুন) হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের সাজানো মামলায় গ্রেফতার সাংবাদিক সুশান্ত দাশগুপ্তকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন । আদালতে সুশান্ত দাশগুপ্তের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি সিনিয়র এডভোকেট এএম আমিন উদ্দিন ও এডভোকেট সাকিব রেজোয়ান কবির। বাদি পক্ষের আইনজীবি ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট বশির আহমেদ।
উল্লেখ্য , হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার সম্পাদক প্রকাশক ও সাড়া জাগানো সংগঠন আমার এমপি ডট কমের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সুশান্ত দাশ গুপ্তকে গত গত ২১মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছিল হবিগঞ্জ সদর থানা পুলিশ।
আমার হবিগঞ্জ পত্রিকায় অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করায় স্থানীয় এমপি আবু জাহিরের মানহানি হয়েছে, এই অভিযোগের বিবরণ দিয়ে ২০মে গভীর রাতে সুশান্ত দাশগুপ্ত ও তার তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। পরে প্রেসক্লাবে সভা ডেকে ওই মামলার প্রতি সমর্থন আদায় করা হয়।
ওই মামলায় ২১মে সকালে পত্রিকার কার্যালয় থেকেই গ্রেফতার হন সুশান্ত দাশগুপ্ত। পরে ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা জজ আদালত সুশান্তের জামিন আবেদন নাকচ করলে মহামান্য হাইকোর্টের ভার্চুয়াল আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়।