বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 February 2021
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

অনলাইন এডিটর
February 6, 2021 11:47 pm
Link Copied!

ছবি : ধর্ষক লেচু মিয়া গ্রেফতার।

 

খায়রুল ইসলাম সাব্বির : বিয়ের প্রলোভন দেখিয়ে হবিগঞ্জ মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের বাসিন্দা লেচু মিয়ার বিরুদ্ধে।

ওই কলেজ ছাত্রীর মামলা দায়ের করার ১০ ঘন্টার মধ্যে হবিগঞ্জ সদর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্ষক লেচু মিয়াকে আটক করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পৈল গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষক লেচু মিয়াকে আটক করা হয়। ধর্ষক লেচু মিয়া সদর উপজেলার পৈল গ্রামের মৃত মন্নান মিয়ার পুত্র।

আরো জানা যায়, প্রায় ৭ থেকে ৮ মাস আগে ধর্ষক লেচু মিয়া এবং ধর্ষণের শিকার কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তুলেন লেচু মিয়া। পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গভীর হলে, শারীরিক সম্পর্ক করার জন্য ওই কলেজ ছাত্রীকে নানা ধরনের কুপ্রস্তাব দিতে থাকে লিচু মিয়া।

এ পর্যায়ে তাদের সম্পর্ক চালাকালীন সময়ে লেচু মিয়াকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় ওই কলেজ ছাত্রী। এ সময় ধর্ষণ করার সুযোগ নেয় লেচু মিয়া। বিয়ে করার প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ করে ওই ছাত্রীকে, ধর্ষণ পর কলেজ ছাত্রী লেচু মিয়াকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করলে নানা ভাবে ভয় ভীতি দেখিয়ে নিরব করে রাখে ওই কলেজ ছাত্রীকে।

পরে ধর্ষনের শিকার কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার ১০ ঘন্টার মধ্যে ধর্ষক লেচু মিয়াকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

এ বিষয়ে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী থানায় এসে একটি মামলা দায়ের করেন এবং এর সত্যতা পাওয়া গেলে ধর্ষক লেচু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।