খায়রুল ইসলাম সাব্বির || একের পর এক প্রশংসা মূলক কাজ করে বেশ আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেইন এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মঙ্গলবার (২ মার্চ) এই ভবনের কাজের উদ্বোধন ঘোষণা ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী, সাবেক পৌর মেয়র, নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, উপপরিচালক স্থানীয় সরকার তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো: হাবিবুর রহমান, উপপরিচালক, জেলা সমাজসেবা দপ্তর, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, মোঃ নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সৈয়দা রওশন সুলতানা, অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরি স্কুল।