স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়
কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়েছে । শনিবার (৪ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে বিসিকের ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮৫,হাজার টাকা জরিমানা করা হয় ।
অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় । র্যাব-৯ অভিযানে সহযোগীতা করেন । অভিযানে কাশফুল ফুডস প্রোডাক্টস কে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, দই ও রসমালাইয়ে মেয়াদ মূল্য না থাকার কারনে ২০ হাজার টাকা ,আসাদ ফুডকে বিপুল পরিমানে হাইড্রোজ ব্যবহারের অপরাধে ৪০হাজার টাকা ও প্রমিনেন্ট লুব লিঃ (মবিল রিফাইনারী প্রতিষ্ঠান) কে লাইসেন্সবিহীন পন্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
জেলা সেনিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াছমিন অভিযানে সহযোগীতা করেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।