স্টাফ রিপোর্টার ॥ নিজেকে বিসিএস ক্যাডার বলে দাবী করছেন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন। গতকাল সংবাদ সংক্রান্ত প্রয়োজনে ওই ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ভিজিট করার সময় বিষয়টি নজরে আসে দৈনিক আমার হবিগঞ্জ প্রতিবেদকের।
এ সময় ওই চেয়াম্যানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য নিয়ে লুকোচুরি করেন। আলাপচারিতার এক পর্যায়ে মোবাইল ফোন কেটে দেন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, বিষয়টি আমার জানা নেই। সত্য হলে খতিয়ে দেখা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার জানান, বিষয়টি যাচাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।