বিশ্বজিত কুমার পাল বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব হিসেবে পদোন্নতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বজিত কুমার পাল বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব হিসেবে পদোন্নতি

Link Copied!

দিপু আহমেদ, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব হিসেবে পদোন্নতি হয়েছেন।

২০১৯ সালের ২১ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলা থেকে নবীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ইউএনও বিশ্বজিত কুমার পাল। যোগদানের পর থেকে উনার সততা কর্মদক্ষতায় আলোচনার শীর্ষে ছিলেন তিনি। অনেক নির্বাহী কর্মকর্তা-এসিল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আইডল-আইকন তিনি। উনার সততা ও কর্মদক্ষতার সুনাম রয়েছে সর্বত্র, রয়েছে প্রশাসনের বিভিন্ন সেক্টরে।

ছবি: নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল

 

গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে নবীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে ২য় বারের মতো শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পেয়েছেন।