বিশেষ সম্পাদকীয়।। প্রতিদিন বেশ কিছু তথাকথিত ক্রাইমের নিউজ পাই বিভিন্ন সোর্স ও আমার হবিগঞ্জের নিজস্ব সংবাদদাতাদের কাছ থেকে। প্রতিটা ক্রাইম ভেরিফাই করার আমার কাছে সবচেয়ে ইজি যেটা মনে হয় সেটা হলো ভিক্টিমকে জিজ্ঞাসা করা বিষয়টি নিয়ে থানায় রিপোর্ট হয়েছে কিনা! নিয়ম হলো, যখনই কোন ক্রাইম সংঘটিত হয় কিংবা হওয়ার আশংকা থাকে সেটা নিকটস্থ থানায় জানানো; অন্তত জানানোর চেষ্টা করা। থানায় বিষয়টি আমলে নিলো কিনা এটা অবশ্য আরেক বিবেচনা।
যেমন, আজকের হবিগঞ্জের নবীগঞ্জে সাংবাদিক নিপিড়ণের নিউজ আমরা সবাই জেনেছি। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বিষয়টি কেউ থানায় জানায়নি! সবার ধারণা মিডিয়া ট্রায়াল হলেই হলো; থানায় জানানোর কি দরকার?
আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করবো যে কোন ক্রাইম হয়েছে বা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে এরকম খবর পেলে প্রথমে থানায় জানান; এরপর থানায় আমলে না নিলে মিডিয়ার আনুন।
থানা, আদালত বাদ দিয়ে প্রথমেই মিডিয়া ট্রায়ালের পক্ষপাতি আমি নই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশের পারফর্মেন্সে সবসময়ই ভরসা করি।
/
সুশান্ত দাস গুপ্ত
প্রকাশক ও সম্পাদক
দৈনিক আমার হবিগঞ্জ ।