বিরামহীন ছুটে চলা জনপ্রতিনিধির নাম মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বিরামহীন ছুটে চলা জনপ্রতিনিধির নাম মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

স্টাফ রিপোর্টার :    বিরামহীন ভাবে ছুটে চলা জনপ্রতিনিধির নাম মোতাচ্ছিরুল ইসলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রসংশানও কুড়িছেন হবিগঞ্জবাসীর।

 

ছবি : অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

বলছি, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এর কথা। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা মোতাচ্ছিরুল ইসলাম এর ছোট বেলা থেকেই জনগণের প্রতি খুব দরদ। তাই যখন যেভাবে পারছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ছাত্রনেতা থেকে হয়ে উঠেছেন জননেতা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের শুরুর দিক থেকেই মানুষকে সচেতন করতে ছুটে গেছেন গ্রাম থেকে গ্রামন্তরে। যখন মানুষ ঘর বন্দি, তিনি খাদ্যসামাগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে। প্রয়োজনে যে কোন সময় মোতাচ্ছিরুল ইসলামকে পাশে পাচেছন সাধারণ মানুষ। তাঁর এমন কর্মকান্ডে খুশি সকল শ্রেণির মানুষ। কাশিপুর গ্রামের কৃষক রমিজ উদ্দিন বলেন, মোতাচিছরুল ইসলাম আমাদের কাঙ্খিত জনপ্রতিনিধি। তিনি আমাদের মতো অসহায় মানুষের কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর উজ্জল ভবিষ্যত ও দীর্ঘায়ূ কামনা করি।

এ ব্যাপারে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমার কোন চাওয়া পাওয়া নাই। জনসেবা করার আমার পরিবারের কর্ম। আমরা মানুষের কল্যাণে কাজ করে শান্তি পাই। কোন অর্থবিত্তের জন্য রাজনীতি করি না। মহান সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মানুষের সেবা করে যাচ্ছি। যতদিন বেচে থাকব মানুষের কল্যাণেই কাজ করে যাব ইনশা-আল্লাহ।