বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 31 May 2022
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

Link Copied!

বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন হবিগঞ্জের জেলা প্রসাশক ইশরাত জাহান শুদ্ধাচার নীতিমালা ২০১৭ অনুযায়ী হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান ২০২১-২০২২ অর্থবছরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার এর জন্য মনোনীত হয়েছেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, গত সোমবার (৩০মে) জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সাথে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আরও তিন কর্মকর্তাও এই পুরস্কারে মনোনীত হয়েছেন। প্রসাশক ইশরাত জাহান হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই জেলার প্রশাসনিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। সুস্থতা লাভ করে পুনরায় কর্মস্থলে কাজ শুরু করেন৷ তাঁর এই অর্জনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।