‘বিবস্ত্র অবস্থায় খুন’ এবং ‘ঘটনাস্থলে প্রাপ্ত খুনীচক্রের জুতো’ খুলে দিতে পারে রহস্যের জট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

‘বিবস্ত্র অবস্থায় খুন’ এবং ‘ঘটনাস্থলে প্রাপ্ত খুনীচক্রের জুতো’ খুলে দিতে পারে রহস্যের জট

Link Copied!

তারেক হাবিব ॥ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশে রহস্যের জট খুলতে শুরু হয়েছে বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদের সদস্য অরুন দাস হত্যাকান্ডের। হত্যাকান্ডের প্রায় ৩ মাস পার হলেও কোন রহস্য উদঘাটন না হয়ায় এ নিয়ে গত ৬ মে অনুসন্ধানী তথ্য বহুল সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।

টনক নড়তে শুরু হয় পুলিশের, গত সোমবার রাত সাড়ে ১১ টায় পুকড়া এলাকা থেকে মৃত প্রমোদরঞ্জণ দাসের পুত্র পবিত্র দাস (৪৫) ও প্রবোধ দাস (৪০) কে আটক করে পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ইউপি সদস্য অরুন দাস হত্যাকান্ডের বিষয় নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা। কেউ বলছেন ইউপি সদস্য অরুন দাস স্থানীয় কোন এক সুন্দরী বিধবা নারীর দীর্ঘ দিনের পরকিয়ার বলি, আবার কেউ বলছেন গ্রাম্য রাজনীতির আধিপত্য হতে পারে তার মৃত্যুর কারণ। তবে বিবস্ত্র অবস্থায় খুন হওয়ার কারণে ‘পরকিয়ার বিষয়টি’ ইতিবাচক বলে মনে করছেন স্থানীয়রা।

ইতোপূর্বে এ ঘটনার সাথে জড়িত থাকার দ্বায়ে এজাহার নামীয় আসামী একই গ্রামের মৃত ব্রজেন্দ্র সূত্রধরের পুত্র দীলিপ সূত্রধর (৩৫) ও মৃত প্রেমানন্দ সূত্রধরের পুত্র ইন্দ্র সূত্রধর (২৫) কে আটক করে গাড়িতে তোলে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত। পরক্ষনেই অজ্ঞাত কারনে ১নং আসামী দীলিপ সূত্রধরকে ছেড়ে দেন ওসি সামন্ত। ৩নং আসামী ইন্দ্র সূত্রধরকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর উল্লেখযোগ্য কোনো তথ্য উদঘাটনে বানিয়াচং থানা পুলিশ ব্যর্থ হলে এপ্রিলের প্রথম সপ্তাহে মামলাটি ‘‘পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশন’’ (পিবিআই) কে হস্তান্তর করে। পরে পুলিশ বুরে‌্যা অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তে ওই এলাকার মৃত প্রমোদরঞ্জণ দাসের পুত্র পবিত্র দাস (৪৫) ও প্রবোধ দাস (৪০) কে আটক করা হয় গত সোমবার।

পিবিআই পরিদর্শক মোঃ ফরিদুল ইসলাম জানান, মামলার তদন্তের স্বার্থে দু’জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানা যাবে।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় পার্শ্ববর্তী কবিরপুরে ধর্মীয় উৎসবে যোগ দিতে পুকরার নিজ বাড়ি থেকে বের হন ইউপি সদস্য অরুন দাস। কিন্তু পরদিন ভোর বেলা পুকড়া গ্রামের পুকুর পাড়ের গাছ বাগানে বিবস্ত্র ও এক চোখ উপড়ানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পরের দিন ১২ ফেব্রুয়ারী নিহতের পুত্র অয়ন দাস বাদী হয়ে বানিয়াচং থানায় ৪ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল থেকে খুনিচক্রের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল যার একটি ছেড়া, ইউপি সদস্য অরুন দাসের ব্যবহৃত ১ জোড়া স্যান্ডেল ও তার পরিহিত প্যান্ট, হাফ সোয়েটার, চাঁদর ইত্যাদি কাপড়-চোপড় উদ্ধার করেছিল পুলিশ। গ্রামবাসী কেউ কেউ বলছেন ঘটনাস্থলে প্রাপ্ত খুনী চক্রের এক জোড়া স্যান্ডেল আটককৃত পবিত্র এবং প্রবোধকে ব্যবহার করতে দেখেছেন। এই সূত্র ধরেই পিবিআই পবিত্র এবং প্রবোধ এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করছে।