বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ( বিপিবিএস) এর আয়োজনে বাংলাদেশ বক্সিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতায় দুটি গ্রুপে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে তানজীমা সুলতানা শেলী ও রীমা সরকার।
গত শুক্রবার (৪নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বিপিবিএস এর উদ্যোগে ওজন ভিত্তিক ফেদারওয়েট ডিভিশন টাইটেল বেল্ট প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতার ফাইনাল পর্বে হবিগঞ্জ জেলার হয়ে খেলে তানজীমা সুলতানা শেলী (৫১কেজি ওজন) কুষ্টিয়া জেলার দীপা খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে হবিগঞ্জের রীমা সরকার (৪৮ কেজি ওজন) কিশোরগঞ্জ জেলার জহিরুল ইসলাম একাডেমীর বীথি আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগীতা শেষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বিজয়ী বক্সার ও বক্সিং সংশ্লিষ্টদের মধ্যে নগদ অর্থ,বেল্ট ও পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং বক্সিং ক্লাবের কোচ জুয়েল রহমান,টিম ম্যানেজার সাহিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এই পর্যন্ত দেশে এবং দেশের বাইরে মোট ২৩টি প্রফেশনাল বক্সিং প্রতিযোগীতার আয়োজন করেছে। ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর এ দেশে পেশাদার বক্সিং চালু হয়।