বিপিএম পদক পেলেন বানিয়াচঙ্গের কৃতিসন্তান পুলিশ সুপার ছাইদুল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 February 2024
আজকের সর্বশেষ সবখবর

বিপিএম পদক পেলেন বানিয়াচঙ্গের কৃতিসন্তান পুলিশ সুপার ছাইদুল

Link Copied!

সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন বানিয়াচঙ্গের কৃতিসন্তান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান। গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় অবদানের জন্য তাঁকে এই পদক দেয়া হয়। গত বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনীত করে একটি প্রজ্ঞাপন জারী করে।

ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের শিক্ষানুরাগী প্রয়াত খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝো। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন।

কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ভাল কাজের স্বীকৃতিস্বরূপ। মোঃ ছাইদুল হাসান ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৫ সালে বানিয়াচং এলআর (লোকনাথ রমণ বিহারী) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও সম্মান (এমএ) সম্পন্ন করে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।