বিনা অনুমতিতে আজমিরীগঞ্জ হাসপাতালের ১১টি গাছ কেটে ফেলার অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বিনা অনুমতিতে আজমিরীগঞ্জ হাসপাতালের ১১টি গাছ কেটে ফেলার অভিযোগ

Link Copied!

স্টাফ রিপোর্টার :  বনবিভাগের কোন অনুমোদন ছাড়াই আজমিরীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে ১১টি গাছ কেটে ফেলা হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গেইট নির্মানের নামে গাছ কেটে ফেলায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। ৩১শয্যা আজমিরিগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভবন নির্মানের কাজ পায় ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ কনষ্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান। প্রায় ১৬ কোটি টাকার এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে।

ঠিকাদারের ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, হাসপাতালের গেট বড় করার জন্য ঠিকাদার তাকে গাছ কাটতে বলেছেন। এছাড়া তিনি কিছুই জানেননা। জানতে চাইলে ঠিকাদার মনিরুজ্জামান মিজান বলেন, গাছ কাটার অনুমোদন আমার নয়, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের। ওই বিভাগের সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।

 

 

 

ছবি : আজমিরীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বিনা অনুমতিতে গাছ কেটে ফেলেছে ঠিকাদার

 

 

 

আজমিরীগঞ্জ হেলথ কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। গাছ কাটার ব্যাপারে কোন অনুমোদন দেয়া হয়েছে বলে তার জানা নেই। কারণ গত ২০মে তিনি এই হাসপাতালে যোগদান করেছেন। তিনি আরো বলেন, গাছ কাটার প্রয়োজন হলে বন বিভাগের অনুমোদন লাগে। সেক্ষেত্রে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও ঠিকাদার অনুমোদন নিয়েছেন বলে আমাদের দপ্তরে কোন কাগজপত্র নেই।

ঠিকাদারের কর্মচারি মিরাজুল ইসলাম সাংবাদিকদের একটি কাগজ দেখিয়েছেন। গত ৫ মে স্বাক্ষরিত সাবেক স্বাস্থ্য কর্মকর্তা সুদর্শন সেন উল্লেখ করেছেন, যে গার্ডরুম ও ওয়েটিং এরিয়া এবং গেইটের অংশ বড় করা হলে ভাল দৃশ্যমান হয় এবং সুবিধাদী পাওয়া যাবে। সেদিকে লক্ষ্য রেখে লেআউট দেয়া হয়। এ জন্য তিনটি চারাগাছ কাটা দরকার।

হাসপাতালের স্বার্থে লেআউটস্থলে পড়ায় এ গাছগুলো আপাতত ঠিকাদার প্রতিষ্ঠান গাছগুলো কেটে হাসপাতালের জিম্মায় দিয়ে দিবে। আপাতত দৃষ্টিতে গাছগুলো মূল্যমানের মনে হয়নি। আকাশী, পাহাড়ি জাম গাছ ও অর্জূন গাছ । যার পরিধি ২ফুট ৬ইঞ্চি। তবে গাছের লম্বা উল্লেখ করা হয়নি। ওই কাগজেস্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও ঠিকাদার ও প্রকৌশলীর স্বাক্ষর রয়েছে।

এদিকে শনিবার বাড়তি ৯টি কাটা গাছের মধ্যে ৩টি আকাশি, ২টি অর্জুন, ২টি নিম, ২টি চলিতা রয়েছে । সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদর্শন সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ ও ঠিকাদার মিলে বন বিভাগের নিকট থেকে অনুমোদন নিয়ে গাছ কাটবে বলেছিল। তারা অনুমোদন নিয়েছে কি না আমি জানি না।