বিদ্যুতের বিল পরিশোধ করতে ভিড় বেড়েছে ডিজিটাল সেন্টারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 26 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের বিল পরিশোধ করতে ভিড় বেড়েছে ডিজিটাল সেন্টারে

Link Copied!

নেটওয়ার্ক সমস্যার কারণে বানিয়াচং উপজেলার নির্ধারিত ব্যাংকে পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিল না নেয়ায় বিপাকে পড়ছেন হাজার হাজার গ্রাহক। ফলে তারা বাধ্য হয়ে ভিড় করছেন উপজেলার ইউনিয়ন অফিসের ডিজিটাল সেন্টারগুলোতে। গ্রাহকদের অনেকেরই বিলের টাকা জমা দেয়ার তারিখ শেষ হওয়াতে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েন বিল জমা দিতে। গত বৃহস্পতিবার (২৫জুলাই) বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ডিজিটাল সেন্টারে বিল জমা দিতে আসা নারী-পুরুষদের দীর্ঘ লাইন দেখো গেছে।

অনেকেই স্থানীয় একটি ব্যাংকে গিয়ে বিদ্যুতের বিল জমা দিতে না পেরে ফিরে এসেছেন। ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দিয়েছেন যে নেটওয়ার্ক ঠিকমতো কাজ না করায় বিল নেয়া সম্ভব হচ্ছেনা। ফলে গ্রাহকরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ছাড়াও আশেপাশের আরো কয়েকটি এজেন্ট ব্যাংকিং অফিসে বিল দিতে লাইন ধরেছেন। এসব এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল সেন্টার গ্রাহকদের কাছ থেকে ১ হাজার টাকার উপরে বিল হলে ১০টাকা অতিরিক্ত চার্জ নিচ্ছেন।

এর নিচে হলে ৫ টাকা করে চার্জ নিচ্ছেন তারা। গ্রাহক সুলেমান মিয়া জানান,আজ ছিল আমার বিলের শেষ তারিখ। পরে দিলে জরিমানা গুনতে হতো। তাই ব্যাংকে গিয়েও বিল দিতে না পেরে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের ডিজিটাল সেন্টারে কোন জামেলা ছাড়াই বিল দিতে পেরেছি। যদিও তারা একটা চার্জ নিচ্ছে।

বিল দিতে আসা উপজেলা সদরের ৪নং ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার ফরিদ হাসান জানান, ব্যাংকে গেলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমি প্রতিমাসেই এই অফিসে এসে বিল জমা দেই। অন্য গ্রাহক সামসুদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিমাসে আমার বিল আসে ২শ থেকে ৩শ টাকার ভিতরে। কিন্তু এবারের বিলে ৮শ ৭০ টাকা এসেছে। কি করবো না দিলেতো লাইন কেটে দিবে। কষ্ট করে হলেও বিল জমা দিলাম অফিসে। তিনি আরো বলেন, এসব নিয়ে আপনারা (সাংবাদিক) পত্রপত্রিকায় কিছু লিখেন।

বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনসার আলী জানান, সকাল ১০টার পর থেকে দুপুর ১টা পর্যন্ত সাড়ে ৩শ গ্রাহকের বিল জমা নেয়া হয়েছে। বাকি সময়ে যদি কোন গ্রাহক আসে তাদের বিলও জমা নেয়া হবে। তিনি আরো জানান,পল্লী বিদ্যুতের গ্রাহকরা ডিজিটাল সেন্টারে এসে বিল জমা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বিলের কাগজের মধ্যে সরকারের রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে একটি অংশ গ্রাহকদের দেয়া হচ্ছে। আর অন্য কপি বিলের টাকাসহ স্থানীয় পল্লী বিদ্যুতের অফিসে জমা করা হয়।