শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : বিদ্যুৎপৃষ্টে ২ পা হারিয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্কুল ছাত্রী নদী আক্তার (১০)। উন্নত চিকিৎসার অভাবে দিন দিন অবনতি হচ্চে তার শারীরিক অবস্থা। যে কোন সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এমন শঙ্কায় রয়েছেন পরিবারের লোকজন। আর্থিক টানপোড়ানের মধ্যে দিয়ে কোন রকম নাম মাত্র তার চিকিৎসা করা হচ্ছে।
এদিকে, চিকিৎসায় প্রায় ১৫-১৬ লক্ষ টাকা ব্যয় করে পথে বসেছেন তার দরিদ্র পিতা রফিক মিয়া। জমি-জামা বিক্রি করে তিনি এখন দিশেহারা। বর্তমানে ওই স্কুল ছাত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে তার পক্ষে সম্ভব হচ্ছেনা বলে জানান তিনি। মেয়ের উন্নত চিকিৎসার আর্থিক জোগানের দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন আত্মীয়-স্বজনের দ্বারে-দ্বারে। বর্তমানে হতাশায় রাত এবং আতংকের মধ্যে দিয়েই তিনি দিন কাটাচ্ছেন।
উল্লখ্যে, গত ১৫ মে সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমির ৪র্থ শ্রেনীর ছাত্রী ও হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রফিক মিয়া কন্যা নদী আক্তার পার্শ্ববর্তী বাসিন্দা স্থানীয় আল মদিনা আবাসিক হোটেলের স্বত্ত্বাধিকারী মর্জিনা খাতুনের বাসায় বেড়াতে যায়। এ সময় সে বিদ্যুতের মেইন লাইন থেকে টানা অবৈধভাবে ওই বাসার ছাদে ফেলে রাখা তারের সাথে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে কয়েকদিন চিকিৎসার পর তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে ২৭ মে ঢাকা শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। পড়ে ৪ জুন তার দুটি পা কেটে ফেলা হয়। দীর্ঘদিন তার চিকিৎসার আর্থিক জোগান দিয়ে বর্তমানে অসহায়ত্ব বোধ করছেন তার পিতা রফিক মিয়া। জায়গা-সম্পত্তি বিক্রি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-কর্জ করে তার চিকিৎসায় প্রায় ১৫-১৬ লাখ টাকা ব্যয় করে তিনি এখন দিশেহারা। তার দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার ব্যয়-ভার আর বহন করা সম্ভব হচ্ছেনা। উন্নত চিকিৎসার অভাবে নদী এখন প্রতিদিন মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে।
এছাড়া ওই বাসার মালিক আল মদিনা আবাসিক হোটেলের স্বত্ত্বাধিকারী মর্জিনা আক্তার প্রভাবশালী হওয়ায় তার চিকিৎসার সহায়তায় অনীহা প্রকাশ করেন। স্থানীয় মুরুব্বীয়ানের শরণাপন্ন হয়েও ব্যর্থ হন রফিক মিয়া। এতে করে ৭ জুলাই রাতে রফিক মিয়া বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মর্জিনা আক্তার ও তার ভাই মিজান মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। পর দিন ৮ জুলাই মর্জিনা আক্তারকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করে।