বিদ্যালয়ের দফতরী পদে চাকুরীর দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত: লাপাত্তা স্কুল শিক্ষক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 February 2021
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের দফতরী পদে চাকুরীর দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত: লাপাত্তা স্কুল শিক্ষক

Link Copied!

জালাল উদ্দিন লস্কর,মাধবপুরঃ
মাধবপুর উপজেলার কাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চয়ন দেবনাথ বছরের পর বছর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে আছেন।তার বিরুদ্ধে দফতরী নিয়োগে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে চাকুরীর প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা ঘুষ গ্রহনের অভিযোগ আছে।
জানা যায়, চয়ন দেবনাথ ২০১৭ সালের প্রথমদিকে কাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগ দিয়েই নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ে। ওই গ্রামের নিউইয়র্ক প্রবাসী রমিজ খানের দানকৃত একটি ডেক্সটপ কম্পিউটার নিজের বাড়ীতে নিয়ে যান চয়ন দেবনাথ। অনেক চেষ্টা করেও বিদ্যালয় পরিচালনা কমিটি কম্পিউটারটি তার জিম্মা থেকে ফেরত আনতে পারে নি। ওই বৎসর বিদ্যালয়টিতে দফতরী নিয়োগের বিজ্ঞপ্তি জারী করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
চয়ন দেবনাথ চাকুরী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাউড়া গ্রামের আবু মিয়ার পুত্র আঃ আলিম  ও ইদ্রিছ মিয়ার পুত্র মিনহাজ মিয়ার কাছ থেকে পৃথকভাবে দেড় লাখ টাকা গ্রহন করেন। পরে ঘটনা জানাজানি হলে কাউরা স্কুলে দফতরী নিয়োগের বিষয়টি স্থগিত করে দেয় শিক্ষা অফিস। তখন ঘুষের টাকা ফেরত চেয়ে চয়ন দেবনাথকে চাপ দিতে থাকে আঃ আলীম ও মিনহাজ মিয়ার অভিভাবকেরা।

ছবি  : ছবিতে মাধবপুর উপজেলার ১০নং কাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

একপর্যায়ে চয়ন দেবনাথ বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২০ সালের ১০ মার্চ পর্যন্ত সময়কালে তিনি বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ তার বেতন ভাতা বন্ধ করে দেয়। ২০২০ সালের ১১ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এক আদেশবলে পুনরায় কর্মস্থলে যোগ দিলে ঘুষের টাকা ফেরতের দাবীতে তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে আঃ আলীম ও মিনহাজ মিয়ার লোকজন। অনেক দেনদরবার শেষে আস্তে আস্তে টাকা ফেরত দেওয়ার অঙ্গিকার করায় সেদিন তাকে ছেড়ে দেওয়া হলে পরদিন থেকে পুনরায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন চয়ন দেবনাথ।
করোনার কারনে বিদ্যালয বন্ধ থাকলেও দাফতরিক বিভিন্ন কর্মকান্ডে তার লাগাতার অনুপস্থিতির কারনে কর্তৃপক্ষ আবারও তার বেতন বন্ধ করে দিয়েছেন বলে শিক্ষা অফিসসূত্র নিশ্চিত করেছে। এদিকে ঘুষের টাকা ফেরত চেয়ে উপজেলা শিক্ষা অফিসে চয়ন দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আঃ আলীম ও মিনহাজ মিয়া। অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা কর্মকর্তা দুইপক্ষকে নিয়ে শুনানি করার উদ্দেশ্যে উভয় পক্ষকে নোটিশ দেন।অভিযোগকারীরা নির্ধারিত দিনে হাজির হলেও অভিযুক্ত শিক্ষক চয়ন দেবনাথ শুনানিতে উপস্থিত হন নি।
কাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সংস্লিষ্ট একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।