বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎ: ৩ জনের নামে আদালতে মামলা দায়ের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 February 2023
আজকের সর্বশেষ সবখবর

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎ: ৩ জনের নামে আদালতে মামলা দায়ের

Link Copied!

বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলো মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার সঞ্জবপুর গ্রামের ময়না মিয়ার ছেলে দেলোয়ার হোসেন রিপন, কুলাউড়া উপজেলার বকশিমইল গ্রামের আব্দুস সামাদ,হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীরগাও গ্রামের আব্দুল মতিনের ছেলে জামিল আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০২১ সালে মে মাসের ৯ তারিখে আলফু আহমেদের বাড়িতে তাদের আসা হলে লিখিত স্টাম্পের চুক্তি অনুযায়ী প্রথমে ৪ লাখ টাকা হ্যান্ড ক্যাশ প্রদান করেন আসামি পক্ষদের।

আসামিগন তাকে আশ্বাস দেন দুই মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের জুনের শেষের দিকে তাকে ৮০ হাজার টাকা বেতনের চাকরিতে ইতালিতে পাঠাবেন।

কিন্তু ওই সময় অতিবাহিত হলেও আসামিরা তাকে বিদেশ পাঠাতে সক্ষম হয়নি।অতপর আসামিগন আজ নয় কাল বলে সময়ক্ষেপন করতে থাকে। এরপর আসামিদের কাছে টাকা ফেরত চাইলে তারা টালবাহানাপূর্বক কালক্ষেপণ শুরু করেন।

এদিকে জামিল আহমেদ এর বাড়িতে গেলে সে অপর দুই আসামির বাড়িতে যাওয়ার কথা বলে। জামিল আহমেদের কথা মত দেলোয়ার হোসেন রিপন ও আব্দুস সামাদের বাড়িতে গেলে তারা আমাকে জামিলের বাড়িতে বসার তারিখ দেয়। একপর্যায়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারী বাদীকে টাকা ফেরত দিবে না বলে সাফ জানিয়ে হুমকি-ধমকি দেয়।

নিরুপায় হয়ে গত ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী আলফু আহমেদ বাদী হয়ে দেলোয়ার হোসেন রিপন, আব্দুস সামাদ ও জামিল আহমেদর নামে মামলা করেন।

অভিযুক্ত আব্দুস সামাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করলে সে জানায়, টাকা আমার মাধ্যমে দেলোয়ার হোসেন রিপন ও জামিল আহমেদকে দিয়েছি।

এদিকে দেলোয়ার হোসেন রিপন এর সাথে মোটোফোনে যোগাযোগ করিলে সে জানায়, মোটা অংকের টাকার ভাগ আব্দুস সামাদ ও জামিল আহমেদ দুজন মিলে নিয়েছেন।

জানা যায়, আব্দুস সামাদ নামের ব্যক্তির ওপর একাধিক মামলা রয়েছে এবং সে শিবিরের সাবেক নেতা বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।