বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম প্রতিবেদন দাখিল করেন।
এর আগে একই আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলাটি দায়ের করেন কদ্দুস মিয়া নামে এক ভুক্তভোগী। মামলার আসামীরা হলেন, সদর উপজেলার দীঘলবাগ এলাকার মৃত সৈয়দ হায়দার আলীর পুত্র সৈয়দ মোঃ ফরিদ মিয়া (৫৮) ও তার পুত্র সৈয়দ তৌকির আহমেদ শুভ (২৫), সৈয়দ রুবায়েত আহমেদ জুয়েল (৩০), সৈয়দ প্রিয়া সুলতানা (২৩) এবং তার স্বামী মাশরেকুল ইসলাম (৩২)সহ আরও কয়েকজন। ভুক্তভোগীরা জানান, তৌকির আহমেদ শুভসহ একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানো নামে নানাভাবে প্রতারণা করে আসছিল।
গ্রাম গঞ্জের সাধারণ মানুষদের টার্গেট করে বাহিরের দেশে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়াই তাদের কাজ। এদের পাল্লায় পড়ে অনেকেই হারিয়েছেন সর্বস্ব। কেউ প্রতিবাদ করেছেন আবার মূখ খোলার সাহস পাচ্ছেন না। অচিরেই তাদের বিরুদ্ধে আরও কয়েকজন ভুক্তভোগী মামলা দায়ের করবেন বলে জানা গেছে। এর আগে বিষয়টি নিয়ে গত ২৮ আগস্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।