বিতর্কিত সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের নেতৃত্বে দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে প্রদত্ত সহায়তা গ্রহণ করলো হবিগঞ্জ প্রেসক্লাব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের নেতৃত্বে দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে প্রদত্ত সহায়তা গ্রহণ করলো হবিগঞ্জ প্রেসক্লাব

Link Copied!

 

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বচ্ছ আদালত যেখানে ফেরারি আসামী তারেক রহমানের বক্তব্য যেকোনো ধরনের গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আদেশ দিয়েছে সেখানে হবিগঞ্জ প্রেসক্লাব তার নির্দেশে প্রদত্ত সহায়তা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার দোষী ও দণ্ডপ্রাপ্ত আসামী তারেক রহমান আইনের দৃষ্টিতে একজন ফেরারি তথা পলাতক আসামী। এরকম একজন ফেরারি আসামীর নির্দেশে দু-দুবার পিপিই, মাস্ক, গ্লাভস গ্রহণের নামে করোনা সাহায্য নিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এতে করে এ প্রতিষ্ঠানটি কেবল ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের রক্তের সাথেই বেঈমানি করেনি; দেশের সর্বোচ্চ আদালতের আদেশের প্রতিও অবজ্ঞা প্রকাশ করেছে। আর এ সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হওয়ায় হবিগঞ্জ তথা দেশের সচেতন মহল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তিবর্গী হবিগঞ্জ প্রেসক্লাবের এহেন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তাদের প্রশ্ন, হবিগঞ্জ প্রেসক্লাবে কি তাহলে তারেক রহমান তথা হাওয়া ভবনের এজেন্টরা সক্রিয়? প্রেসক্লাবের মতো একটি প্রতিষ্ঠান থাকবে রাজনৈতিক দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। কিন্তু হবিগঞ্জ প্রেসক্লাবের কর্মকাণ্ডে এটাই প্রতীয়মান হয় সারাদেশে জন-বিচ্ছিন্ন হয়ে পড়া তারেক রহমান ও তার দল বিএনপিকে পুনর্বাসনের দায়িত্ব তারা নিয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, এসব আদালতের নির্দেশ অবমাননাকারী ও তারেক রহমানের মতো একজন ফেরারি আসামীর নির্দেশে প্রদত্ত সহায়তা গ্রহণের পেছনে রয়েছে হবিগঞ্জ প্রেসক্লাবের বিতর্কিত সাধারণ সম্পাদক ও আরটিভির সদ্য বহিষ্কৃত প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির ও বিএনপি-জামাত-পন্থী সাংবাদিকবৃন্দ।

 

ছবি: সায়েদুজ্জামান জাহিরের নেতৃত্বে দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে প্রদত্ত সহায়তা গ্রহণ

 

কারণ উভয় অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও হবিগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন অনুপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আওয়ামী ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিক হিসেবে পরিচিত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, নূরুল হক কবির, বদরুল আলমসহ অনেকেই।

জানা যায়, গতকাল যুক্তরাজ্যে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির কেন্দ্রীয় নেতা, মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব এর সৌজন্যে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে পিপিই গ্রহণ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের বিতর্কিত সাধারণ সম্পাদক ও আরটিভির সদ্য বহিষ্কৃত প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সালাউদ্দিন টিটু, সৈয়দ দিলু, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান আজিজ, জেলা ছাত্রদল এর সহ-সভাপতি মোঃ এনামুল হক এনাম, আব্দুস সালাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রাজা উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ।

আর সায়েদুজ্জামান জাহির ছাড়াও প্রেসক্লাবের পক্ষে ছিলেন ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, রাসেল চৌধুরী, শরীফ চৌধুরী। এছাড়া গত ১৬ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন এর ব্যবস্থাপনায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের জন্য পিপিই, মাস্ক, গ্লাভস গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ চৌধুরী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ খোকন, জেলা যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শা হসালাউদ্দিন টিটু, গাজী টিভি’র জেলা প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, সাংবাদিক শরিফ চৌধুরী, জেলা ছাত্রদল সহ-সভাপতি এনামুল হক প্রমূখ।

উলে­খ্য, সাংবাদিকতায় কোনও পূর্ব অভিজ্ঞতা ও এতদসংক্রান্ত
শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ব্যক্তিগত লবিং এ আরটিভির
প্রতিনিধির নিয়োগ বাগিয়ে আনেন এক সময়কার ফোনকল ব্যবসায়ী রিচি গ্রামের সায়েদুজ্জামান জাহির। প্রেসক্লাবের কমিটি নিয়ে সাংবাদিকদের বিভক্তির সুযোগে একজন জনপ্রতিনিধির হস্তক্ষেপে হবিগঞ্জ প্রেসক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকও হয়ে যান তিনি। আর এর পর থেকেই তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হবিগঞ্জ প্রেসক্লাবের মতো একটি প্রতিষ্ঠান তথা সাংবাদিকদের সম্মানহানি ঘটে।

কয়েকদিন-পূর্বে এমপি আবু জাহিরের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রচার হলে তিনি প্রেসক্লাবকে ব্যবহার করে আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাশ গুপ্ত ও আরও তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সারাদেশের সাংবাদিকরা এখনও ক্ষুব্ধ সেই আইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মতো একজন ব্যক্তি ব্যবহার করায় সারাদেশের সংবাদকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই রেশ ধরে সায়েদুজ্জামান জাহিরকে আরটিভির প্রতিনিধি হিসেবে সাময়িক বহিষ্কার করা হয়।