বিজয় দিবসে লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম সম্পন্ন

অনলাইন এডিটর
December 17, 2020 2:05 pm
Link Copied!

ছবি: বীর মুক্তিযোদ্ধা মলিন মিয়ার রক্তের গ্রুপ নির্ণয় করছে।

 

হাসান মোল্লা, লাখাই : মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। মহান বিজয় দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহন করে সংগঠনটি।

১৬ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার লাখাই এ সি আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা মলিন মিয়ার রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রাব্বানী শাকির জানান, আমরা লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ সব সময় ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যেতে চাই। লাখাই ইউনিয়নের একজন শিক্ষার্থীও যেন সুযোগের অভাবে ঝরে না যায় লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে জনসাধারনের জন্য এ কার্যক্রম গ্রহন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, সাখাওয়াত হোসেন, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাস।