স্টাফ রিপোর্টার : বিজয়ের ৪৯ বছর উদযাপন উপলক্ষে হবিগঞ্জে এই প্রথম ‘প্ল্যানচ্যাট ডিবেট’ এর আয়োজন করেছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি (এইচডিএস)। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হবিগঞ্জের রাজনগরস্থ বাডস কেজিএন্ড হাইস্কুলের মঞ্চে উক্ত ‘প্ল্যানচ্যাট ডিবেট’ অনুষ্ঠিত হয়েছে।
৭১এর শহীদদের স্মরণে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি প্ল্যানচ্যাটবিতর্কে অতৃপ্ত আত্মাদের জবানিতে উঠে আসে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির চিত্র। আলো- আঁধারের মঞ্চে অতৃপ্ত আত্মারা তাদেরে আক্ষেপে তুলে ধরেন দেশে ঘটে যাওয়া ধর্ষণ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, চিকিৎসা ব্যবস্থায় অনিয়মসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা।
বিতর্ক শেষে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিলা ববির সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, হবিগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, বিশিষ্ট উপস্থাপক প্রমথ চৌধুরী, জীবনসংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, বিশিষ্ট নাট্যকার ও লেখক রুমা মোদক, বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ ও হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা নূর উদ্দিন জাহাঙ্গীর, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। আলোচনা সভা পরিচালনা করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ্ত রায়।
প্ল্যানচ্যাট ডিবেটে’ অংশগ্রহণ করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির মোহাম্মদ আলআমিন, সৈয়দা মিম, প্রদীপ্ত রায়, আজমাইন তরফদার, ইশতিয়াক ওয়াসি, দিব্য, প্রিতম, শিফাত ও আদিত্য।