বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক রতনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার নামে টাকা আত্নসাতের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 18 April 2021
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক রতনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার নামে টাকা আত্নসাতের অভিযোগ

Link Copied!

স্টাফ রিপোর্টার।।  পত্রিকা ও টিভিতে সংবাদ করার নামে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার  সম্পাদক আনিসুজ্জামান রতনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলা কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন শ্রীমত পুর গ্রামের মৃত ছামিরুজ্জামান চৌধিরীর ছেলে আনিসুউজ্জামান রতন একটি টিভিতে সংবাদ প্রকাশ করবেন বলে টাকা আত্নসাত করেছেন।
জানা যায়, গত কিছু দিন পূর্বে উল্লেখিত উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের কে এস কামরুল নামে এক ব্যক্তির কাছ থেকে টিভিতে সংবাদ প্রকাশ করবে বলে ৮  হাজার টাকা নেন রতন। কিন্তু টিভিতে কোন সংবাদ  প্রকাশ হয়নি বলে ভুক্তভোগী দৈনিক আমার হবিগঞ্জ কে জানান। কামরুল আরো জানান, আমার পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমি দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার  সম্পাদক আনিসুজ্জামান রতনের সাথে তার ফেসবুক সুএে পরিচয় হয়। তার পর আমার সমস্যা গুলো থাকে বলি এবং রতন আমাকে আশ্বাস দেয় যে ৮ হাজার টাকা দিলে সে ডিবিসি নামের এক টিভি চ্যানেলে আমার নিউজ টি প্রকাশ করবে বলে জানায়।

ছবি : হবিগঞ্জের ভুয়া টিভি সাংবাদিক রতনের ফাইল ছবি

আমি রতনকে ৮ হাজার টাকা দেই তার প্রমাণ আমার হাতে আছে। নিউজের বিষয় ও টাকা যে দিয়েছি তিনটা অডিও রেকর্ড সংরক্ষিত আছ। একটি রেকর্ড দুই মিনিট নয় সেকেন্ড, দ্বিতীয় রেকর্ডটি  দুই মিনিট ৩ সেকেন্ড, ও ওপর রেকর্ড টি দুই মিনিট ২২ সেকেন্ড। পরবর্তীতে একটি সুএে জানতে পারলাম রতনের কোন টিভি চ্যানেল নেই সে শুধু দৈনিক  বিজয়ের প্রতিধ্বনি নামে একটি পত্রিকায় যুক্ত আছে।
ডিবিসি নিউজের তৎকালীন হবিগঞ্জ জেলা প্রতিনিধি মামুন নামের এক ব্যক্তির নাম ভাঙ্গিয়ে রতন আমার কাছ থেকে টাকা গুলো হাতিয়ে নেয়। কয়েকদিন পর আমি মামুন ভাইয়ের সাথে আলাপ করে জানতে পারি এবং নিশ্চিত হই রতন আমার সাথে প্রতারণা করেছে। সে কোনো টিভি সাংবাদিক না। এমনকি সে কোানো টিভির প্রতিনিধি না। তারপর থেকে দিন রতন কে ফোনে যোগাযোগের চেষ্টা করি কিন্তু সে আমার ফোন নাম্বারে বিজি লাগিয়ে রাখে। আমি এর সঠিক বিচার চাই, এবং আমার মত এই কথিত সাংবাদিকের সাথে যেন কারো পরিচয় না হয।এবং প্রতারণার শিকার যেন কেউ না হয়।