দুই দিনব্যাপী হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওয়াহিদুল ইসলাম, পরিচালক (যুগ্মসচিব), বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ; প্রভাংশু সোম মহান, উপপরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ, মো: খালিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), হবিগঞ্জ।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি। এসময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বিজ্ঞান মেলা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সৌজন্যে বিজ্ঞান বাস প্রদর্শনী এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পবিার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
উক্ত মেলায় জেলার কেন্দ্রীয় ক্লাব কার্যালয়ে রোবটিক্স ও আইওটি উপর ওয়ার্কশপসহ নানান ইভেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ। পাশাপাশি জেলার কেন্দ্রীয় ক্লাব হিসেবে প্রতিবছরের মতো এবারও জেলায় ১ ম স্থান অর্জন করেছে ক্লাবটি।
এ নিয়ে হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় ক্লাবটি ১৩ বার জেলায় প্রথম স্থান অর্জন। জেলা কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোশাহিদ মজুমদার জেলার উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিতে ক্লাব সারা বছর কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।