বিচার আছে-বিচারক নেই : বাড়ছে মামলার জট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বিচার আছে-বিচারক নেই : বাড়ছে মামলার জট

Link Copied!

গত চার মাস ধরে বিচারক নেই হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১নং ও ৩নং আদালতে। এতে মামলার নিষ্পত্তি, শুনানী, বিচার গঠন ইত্যাদি স্বাভাবিক কাজগুলো আটকে আছে। অন্যদিকে, দূর্ভোগে পড়েছেন আদালতে আসা বিচার প্রার্থীরা।

তবে সম্প্রতি মোহাম্মদ মমিনুল হাসান এবং মোহাম্মদ মোসলেহ উদ্দিন নামে দুই বিচারককে নিয়োগ প্রদান করেছেন আইন ও বিচার বিভাগ। গত ২৭ জুন হবিগঞ্জ হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারক (জেলা ও দায়রা জজ) নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ মমিনুল হাসানকে। তিনি এর আগে লক্ষীপুর জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

ট্রাইব্যুনাল-৩ এ বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন নামে আরেক বিচারক। তিনি এর আগে কক্সবাজার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারক (জেলা ও দায়রা জজ) সুদীপ্ত দাসকে ঢাকা আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার পর এবং ৩নং আদালতের বিচারক এসএম নাসিম রেজাকে গাইবান্ধা জেলায় বদলী করার পর কমে যায় আদালতের স্বাভাবিক কার্যক্রম। বাড়তে থাকে মামলার জট।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম জানান, সদ্য নিয়োগকৃত বিচারক আগামী ১৫ তারিখ থেকে অফিস করবেন। আমরা আশা করছি তিনি আসার সাথে সাথেই জটে থাকা মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। আবার আগের মতই বিচারকার্য স্বাভাবিকভাবে চলবে।

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট আবুল মুনসুর জানান, খুব শীঘ্রই বিচারকরা যোগদান করবেন। আমরা আশা করছি এরপরই আবারও বিচার কার্য স্বাভাবিক হয়ে যাবে।