হবিগঞ্জ সদর পাইকপাড়া বাজারে টমটম গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর পাইকপাড়া বাজারে টমটম গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Link Copied!

জি কে ইউসুফ : হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে মোঃ নজরুল মিয়ার টমটম গ্যারেজে পাহাড়াদারকে বেঁধে ৫৪ টি টমটমের ব্যাটারি, একটি টমটম, ও নগদ ৪৫’হাজার টাকা দুর্ধর্ষভাবে ডাকাতি করে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে মালিক, পাহারাদার এবং উপস্থিত এলাকাবাসীর মাধ্যমে জানাযায় সদর উপজেলার রাঙ্গেরগাও গ্রামের মৃত ইউনুস মিয়ার পুত্র মোঃ নজরুল মিয়া প্রায় তিন বছর যাবৎ টমটম গ্যারেজে চার্জিং এর ব্যাবসা করে আসছিলেন।

গত দিবাগত গভীর রাতে গ্যারেজের মধ্যে পরিত্যক্ত বয়লারের চিমনি চুলা দিয়ে ভিতরে প্রবেশ করে ডাকাতেরা। এসময় পাহারাদার মোঃ ইব্রাহিম মিয়া (৬০) কে মারপিট করে হাত পা বেঁধে গ্যারেজের গেইটের ভিতর এবং বাহিরের তালা ভেঙ্গে টমটমের ৫৪টি ব্যাটারি, একটি নতুন টমটম, নগদ ৪৫ হাজার টাকা সহ নিয়ে যায় ডাকাতেরা।

 

ছবি: আহত পাহারাদার মোঃ ইব্রাহিম মিয়া (৬০)

 

পরে ভোরে আহত পাহারাদার কে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আশপাশে খোঁজা খুজি করলে রাঁঙ্গেরগাঁও সড়কের নির্নানাধীন শিশুপার্কের পার্শে একটি টমটম ও একজোড়া স্যান্ডেল পাওয়া যায়।

এসময় সদর থানার এস আই পলাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উক্ত গ্যারেজের মালিক মোঃ নজরুল মিয়া জানান এটা পূর্ব পরিকল্পিত, এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উক্ত ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছেন এলাকার সর্বস্তরের জনগন।