প্রেস বিজ্ঞপ্তি : সারা দেশের সংকটময় মুহুর্তে প্রবাস থেকে নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মধ্যপ্রাচ্য বিএনপি’র সমন্বয়ক প্রিয় নেতা আলহাজ্ব আহমেদ আলী মুকিব ।

ছবি : খাদ্য সামগ্রী প্যাকেটজাত করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় উদ্ভুত পরিস্থিতিতে অতিদরিদ্র বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার ২১০০ পরিবারের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব । সোমবার (১৮ মে) এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ছবি : বিতরণের জন্য রাখা খাদ্য সামগ্রী
মুঠো ফোনে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব দৈনিক “আমার হবিগঞ্জ” কে জানান, মহামারি করোনার আঘাতে গোটা বিশ্ব আজ গৃহবন্দি। এমন এক পরিস্থিতিতে নিজ এলাকার মানুষের কষ্ট দেখে বসে থাকা যায় না।
তাই আমি মানবিক মূল্যবোধ থেকেই আমার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার অনুপস্থিতে আমার প্রতিনিধি মানুষের দরজায় এই সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।