স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম শহরে ব্যাপক গনসংযোগ করেছেন। ২১ ফেব্রুয়ারী রবিবার দিনব্যাপী শহরের ৪নং ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ব্যাপক গনসংযোগ করেন।
গনসংযোগকালে আগামী ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় ভোটাররা একজন সৎ নিষ্ঠাবান প্রার্থী হিসেবে এনামুল হক সেলিম ভোট দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
গনসংযোগকালে তার হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সাহিদ মিয়া, সাধারণ সম্পাদক লতিবুর রহমান বজলু, মোঃ বাদল মিয়া, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সহ সভাপতি শফিকুল আলম লিটন, মহিবুল ইসলাম সুমন, এমদাদুল হক চৌধুরী লিটন, যুবদল নেতা শাহ আলম খান, মামুন খান, আব্দুর রউফ, নাজমুল শাকি শুভ, কাইরুল আলম সিহান,তৌহিদুল ইসলাম অলি,হাসান চৌধুরী, মারুফ হাসান রাফি, হাসান আল মামুন, আক্তার হোসেন, রাজু আহমেদ, রানা মিয়া, মোঃ ইমন,আবিদুর রহমান রাকিব, আরিফুল, মুহিদুল ইসলাম, কারী আব্দুল মতিনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।